বিপিএলের প্রভাব পড়বে না নিউজিল্যান্ডেঃ মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের এবারের আসরটা ভালো যায়নি খুলনা টাইটান্সের। দলের সাথে ব্যাটে-বলে পারফর্মেন্স করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। তবে, এর প্রভাব আসন্ন নিউজিল্যান্ড সফরে পড়বে না বলে বিশ্বাস মাহমুদুল্লাহর।
ঢাকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করার পর সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেছেন, পুরো ক্যারিয়ার জুড়েই লড়াই করছেন তিনি। তাই আত্মবিশ্বাস আছে নিউজিল্যান্ডে ভালো করার।

'নেতিবাচক প্রভাব পড়বে কেন? আমার পারফরম্যান্স লেভেলেটা এখনো নেতিবাচকে যায়নি। কারন পুরো ক্যারিয়ারেই ফাইট করতে করতে যাচ্ছি। আমি ইনশাল্লাহ এতোটুকু আত্মবিশ্বাসী আছে নিউজিল্যান্ডে ভালো করতে পারবো। হয়তো আমাকে একটু কষ্ট করতে হবে। আরও কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। এরজন্য আমি মোরদ্যান শতভাগ কষ্ট করে যেতে প্রস্তুত।'
নিউজিল্যান্ডের মাটিতে মাহমুদুল্লাহর বেশ কিছু স্মৃতি আছে। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মাটিতে টানা দুই সেঞ্চুরি করেছিলেন তিনি। একটি নিউজিল্যান্ড ও অন্যটি ইংল্যান্ডের বিপক্ষে।
মাহমুদুল্লাহ জানিয়েছেন তাঁর সেই স্মৃতি অক্ষত আছে। এগুলো নিয়ে ভাবলে বেশ ভালো লাগে তাঁর। তবে, সামনে যে সিরিজটি আসছে সেটি নতুন সিরিজ ও নতুন চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। ফলে নতুন করে শুরু করতে চান তিনি।
'মেমোরি এখন মেমিরো কার্ডেই আছে। ভালো লাগে যখন চিন্তা করি। নতুন সিরিজ,নতুন চ্যালেঞ্জ। অতীতে কি হয়েছে সেগুলো নতুন ম্যাচে প্রভাব ফেলে না। আমাকে নতুন করেই শুরু করতে হবে।'