প্লে অফ নিশ্চিত করে স্বস্তিতে সাকিবরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। প্লে অফে খেলা নিশ্চিত করে স্বস্তি ফিরেছে ডায়নামাইট শিবিরে।
দলটির অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়েছেন, এখন থেকে প্রতিটি ম্যাচই নক আউট। তাই এখান থেকেই ভালো করা শুরু করতে হবে তাঁর দলের।

'বড় পরিত্রাণ যে আমরা কোয়ালিফাইড হয়েছি। এখন থেকে প্রতিটি খেলাই নক আউট। আশা করছি আমরা এখান থেকে ভালো করব।'
বিপিএলের এবারের আসরের শুরুতে দারুণ ফর্মে ছিল ঢাকা। শেষ দিকে টানা হারে শেষ চারে তাদের যাওয়া নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। তবে, সব শঙ্কা কাটিয়ে অবশেষে সুপার ফোর নিশ্চিত করল ডায়নামাইটসরা।
টুর্নামেন্টে ভালো বোলিং হলেও, ব্যাটিং নিয়ে ভাবনায় দলটি। খুলনার বিপক্ষে শেষ ম্যাচের পারফর্মেন্স শেষ চারে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ সাকিবদের। অধিনায়কের বিশ্বাস আরও বেশ কিছু ম্যাচ জিতবে ঢাকা।
'আমরা ভালো বোলিং করছি, শুধুমাত্র আমাদের ব্যাটিংটা ঠিক হচ্ছে না। আশা করছি আমরা এই পারফর্মেন্সের ধারা ধরে রাখতে পারব এবং আরও কিছু ম্যাচ জিতবে ঢাকা। আমরা সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চাই।'