promotional_ad

বিপিএল সহজ নয়ঃ মাশরাফি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লীগকে (বিপিএল) হালকা করে দেখার সময় ফুরিয়ে গেছে। দেশের বড় তারকা ক্রিকেটাররাও বিপিএলে ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে থাকে। টুর্নামেন্টের মান উন্নতির সাথে খেলোয়াড়দের চাপও বৃদ্ধি পাচ্ছে। মাশরাফি, সাকিবদের মত মানসিকভাবে শক্ত ক্রিকেটারও বিপিএলের চাপ অনুভব করেন। 


ম্যাচের ফলাফল সাথে তারকা বাংলাদেশি ক্রিকেটারদের আবেগে ভরা উদযাপনে তাঁর বহিঃপ্রকাশ পাওয়া যায়। রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বলেছেন,



promotional_ad

'আমি আগেও বললাম বিপিএল খেলাটা এতো ছোট না এখন, আগের পর্যায়ে নাই। আমি নিজে চাপ অনুভব করি। আমি নিশ্চিত সাকিব নিজেও চাপ অনুভব করে। সিনিয়র যারা আছে সবাই চাপ অনুভব করে।'


পরীক্ষিত ক্রিকেটারদের তুলনায় বাংলাদেশের স্থানীয় ক্রিকেটাররা বিপিএলের চাপ সামলে পারফর্ম করার ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে মাশরাফি তরুণ ক্রিকেটারদের পক্ষেই গান গাইলেন।


বিদেশি ক্রিকেটারদের সাথে বাংলাদেশি ক্রিকেটাররা পার্থক্যও একই জায়গায়। মাশরাফির ভাষায়, 'এখানে তরুণদের জন্য কাজটা কঠিন। আমি তো আসলে বিপিএল না, বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকাবো। ঘরোয়া ক্রিকেটে সব ধরনের ক্রিকেট খেলিয়ে তাদেরকে মানসিক ভাবে সেট করতে হবে। শুধু খেললেই তো হবে না, আমাদের সব থেকে দূর্বল দিক হচ্ছে মানসিক শক্তি। 



'সামর্থ সবারই আছে, কিন্তু মানসিক শক্??ি কিভাবে বাড়ানো যায়, সেটা চিন্তা করে তাদেরকে প্রপার গাইড কার যায় সেটা চিন্তা করতে হবে। আমি সব সময় বিশ্বাস করি, আমার ১৮ বছরের অভিজ্ঞতা আমি এতোটুকু বলতে পারি বাইরের দেশের খেলোয়াড়দের সঙ্গে আমাদের পার্থক্য মানসিক শক্তিতে। যেটা ওরা ক্লিয়ার মাইন্ডে করে। ভিলিয়ার্সের সঙ্গে কথা বলেছি, ও আমাকে এটা বলেছ। আমাদের কাছে মনে হয় এই জায়গাতে উন্নতি করতে পারলে এই খেলোয়াড়াই বিশ্বমানের খেলোয়াড় হয়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball