promotional_ad

তিন বছরেই শেষ হবে পূর্বাচল স্টেডিয়ামের কাজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন স্টেডিয়াম নির্মান হচ্ছে পূর্বাচলে। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১৭ একর জমি দিতে চেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এবার পূর্বাচলে স্টেডিয়ামের জন্য প্রায় সাড়ে ৩৭.৪৯ একর জমি পেয়েছে বিসিবি।


আগামী তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামের নির্মান কাজ শেষ করতে চায় বিসিবি। স্টেডিয়ামের সঙ্গে থাকবে একটি একাডেমী। স্টেডিয়ামটির দর্শকধারণ ক্ষমতা থাকবে অন্তত ৫০ হাজার। শনিবার বোর্ড সভা শেষে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।



promotional_ad

'প্রথমে আমরা যেটা করেছি ৩৭.৪৯ একর জমি আমরা পেয়েছি (১০ লাখ টাকায়)। সেজন্য বোর্ড মিটিংয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। আমরা ঠিক করেছি এটার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দিব। 


বেসিক্যালি ডিজাইন এবং কনসাল্টেন্সির জন্য। তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরের থেকেও বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করব। আগামী তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ করতে চাই। পুরোটা করবে বিসিবি। 


এই স্টেডিয়াম নিজ খরচে করবে বিসিবি। স্টেডিয়ামের ডিজাইনের কারণে এর খরচ বেড়ে যাবে। স্টেডিয়ামের সাথে একটি পাঁচ তারকা মানের হোটেলও পরিকল্পনায় আছে বিসিবির। তবে, সবার আগে স্টেডিয়ামের কাজ হবে বলে জানালেন তিনি।



'আমরা নিজেরাই করব, নিজ খরচে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। এটা ক্যাপাসিটি বেশি হবে। এবং এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি এটা একটা আইকনিক কিছু করব। 


দর্শক ধারণ ক্ষমতা- মিনিমাম ৫০ হাজার এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুমিং পুল, জিমনেশিয়াম যা যা লাগে। সাথে পাঁচ তারকা মানের একটা হোটেলও ওখানে চাচ্ছি। কনসালেটেন্টের রিপোর্ট পেলে বুঝব কত লাগবে। আওতায় আমাদের থাকবে বাট হোটেল আমরা বানাচ্ছি না। আগে স্টেডিয়াম নিয়ে কাজ করব।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball