সবটুকু লুফে নিতে পটু তাসকিনঃ তানভীর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট সিক্সার্স ইতিমধ্যে বিপিএলের শেষ চারের দৌড় থেকে ছিটকে গেছে। তবে, ব্যক্তিগত পারফর্মেন্সে এবারের আসরে আলো ছড়িয়েছেন দলটির পেসার তাসকিন আহমেদ। তাই সতীর্থ সোহেল তানভীর তাকে প্রশংসায় ভাসিয়েছেন।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, তাসকিনকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছেন তিনি। সেই জ্ঞান লুফে নিতে দারুণ পটু তাসকিন। এমনটাই বলেছেন তানভীর।

'আমার অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব তাঁকে সাহায্য করতে চেষ্টা করি। সেও সবটুকু লুফে নিতে পটু। শেখার জন্য অনেক আগ্রহী সে। বর্তমানে সে বাংলাদেশ দলে ফিরেছে। দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য সে।'
এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সর্বাধিক উইকেট শিকারি তাসকিন। দারুণ গতির সাথে বাউন্সে নিয়মিতই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাবু করছেন এই তারকা।
তাঁর পরও তাসকিনের কিছু দুর্বলতা আছে বলে মনে করেন সোহেল তানভীর। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বোলিংয়ে কিছু ঘাটতি চোখে পড়েছে এই পাকিস্তানি পেসারের। এটা নিয়েও তাসকিনের সাথে আলোচনা হয়েছে বলে জানালেন তিনি।
'তাসকিন অসাধারণ একজন বোলার। তাঁর ডেথ ওভার বোলিংয়ে একটু ঘাটতি আছে। সে এটা নিয়ে আমার সাথে আলোচনা করে।'