যোগ্য দল হিসেবেই শেষ চারে যাবে ঢাকা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কুমিল্লার বিপক্ষে ১ রানের ব্যবধানে হারের কারণে ঢাকা ডায়নামাইটসের শেষ চারে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের বিশ্বাস যোগ্য দল হিসেবেই বিপিএলের এবারের আসরের শেষ চারে জায়গা করে নেবে ঢাকা ডায়নামাইটস।
কুমিল্লার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সোহান জানিয়েছেন এবারের আসরে তাদের শুরুটা বেশ ভালো ছিল। কিন্তু শেষ দিকে টানা ম্যাচ হারায় শেষ চারে তাদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা এখন মোমেন্টামের খোঁজে রয়েছে।

'আসলে আমরা কিন্তু শুরু করেছিলাম খুব ভালো। শেষ পর্যায়ে এসে আমরা খুব বাজেভাবে কয়েকটা ম্যাচ হেরে গেছি। তো আমরা কাছে মনে হয় যে মোমেন্টামটা খুব গুরুত্বপূর্ণ। কালকে একটা ম্যাচ আছে, যদি আমরা ভালো করতে পারি, হয়তো বা একটা সুযোগ আসবে আমাদের জন্য সুপার ফোরে যাওয়ার। কিন্তু মূল জিনিসটা হচ্ছে কালকের ম্যাচটা আমাদের খুব ভালো খেলতে হবে।'
শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। এই ম্যাচে জিততে পারলে ঢাকা সরাসরি জায়গা করে নেবে শেষ চারে। হারলেই বিদায়। এমন সমীকরণ সামনে নিয়েই খুলনা টাইটান্সের মোকাবেলা করবে ঢাকা।
১১ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে সাকিবের দল। রান রেটও বেশ ভালো। পয়েন্ট টেবিলে ৫ নম্বরে থাকলেও রান রেটের হিসাবে সবার চেয়ে ভালো অবস্থানে রয়েছে ঢাকা। সে কারণেই ম্যাচ জিতলে আর রান রেটের হিসাবে যেতে হচ্ছে না তাদের।
১২ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী কিংস। রান রেটের হিসেবে তারা এখনও ঢাকার চেয়ে অনেক পিছিয়ে। ফলে শেষ চারে যেতে হলে তাদের এখন তাকিয়ে থাকতে হবে খুলনা-ঢাকার ম্যাচে। আর ঢাকার হার কামনা করতে হবে।