সাকিবদের বাঁচা-মরার লড়াইয়ে প্রতিপক্ষ খুলনা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্লে অফে জায়গা করে নিতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ঢাকা ডায়নামাইটসের। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়। ১১ টি ম্যাচ খেলে মাত্র ২ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে খুলনা টাইটান্স। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির।
শেষ ম্যাচে জয় দিয়েই নিজেদের মিশন শেষ করতে চাইবে টাইটান্সরা। এদিকে, শুক্রবার টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১ রানের ব্যবধানে হেরে যাওয়ায় এখনও প্লে'অফে যাওয়া নিশ্চিত করতে পারেনি সাকিব আল হাসানের দল।
শেষ ম্যাচে তারা যদি খুলনার বিপক্ষে হারে তাহলে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থাকা রাজশাহী কিংস প্লে'অফে চলে যাবে। ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ঢাকার বাঁচা-মরার লড়াই।
বিপিএলের এবারের আসরে দুই দলের এটি দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম দেখায় খুলনার বিপক্ষে ১০৫ রানের ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল ঢাকা ডায়নামাইটস।

নজর থাকবে যাদের ওপরঃ
সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস):- বর্তমানে ব্যাট এবং বল হাতে দারুণ ফর্মে আছেন ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ভাইকিংসদের বিপক্ষে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ৪২ বলে ৫৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। দলকে জিতিয়ে আসতে না পারলেও নিজের সামর্থ্যের জানান ঠিকই দিয়েছেন সাকিব।
সিলেট সিক্সার্সের বিপক্ষে গত ১৮ই জানুয়ারির ম্যাচটিতেও ৬১ রানের অপরাজিত ইনিংস খেল??ছিলেন টাইগার এই ক্রিকেটার। বল হাতেও দারুণ সফল সাকিব। এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন তিনি এবারের আসরে। আগামীকাল তাই সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সই দেখতে চাইবে ঢাকার সমর্থকেরা।
মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স):- খুলনা জিততে হলে পারফর্ম করতে হবে অধিনায়ক রিয়াদকে। বিপিএলের এবারের আসর জুড়ে বল হাতে কিছুটা সন্তোষজনক পারফর্ম দেখালেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি রিয়াদ।
যদিও কয়েক ম্যাচ আগেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন তিনি। বিপিএলের এবারের আসরের শেষ ম্যাচে নিজেকে নিউজিল্যান্ড সফরের জন্য ঝালিয়ে নেবেন রিয়াদ। তাই তাঁর দিকে সবার বাড়তি নজর থাকবে।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং, ডেভিড ভিসে।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ-
সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, মোহর শেখ অন্তর, সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্রু বির্চ।