পরেরবার 'নক আউটে' খেলবেন ভিলিয়ার্স

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবি ডি ভিলিয়ার্স। তবে প্লে অফের আগেই তিনি ফিরে যাচ্ছেন। এবার না হলে পরের বার নক আউটে খেলবেন বলে জানিয়েছেন তিনি।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ জয়ী ১০০ রানের অপরাজিত ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। পরেরবার আরও ভালো পরিকল্পনা নিয়ে বিপিএল খেলবেন ভিলিয়ার্স।

'আমি মনে করি, আমি আবার যখন আসবো, আমি আরও ভালো পরিকল্পনা করব, নিশ্চিত ভাবে নক আউটেও থাকব।'
ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কারণও জানিয়েছেন। তিনি বলেছেন, পরিবার ও ক্রিকেটের মাঝে ভারসাম্য খুঁজে পাওয়াটাই অনেক গুরুত্বপূর্ণ ছিল তাঁর জন্য। পরিবারই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।
'ক্রিকেট খেলা এবং পরিবারের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াটা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। পরিবার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই কারণে আমি আমার সূচি পরিকল্পনা করেছি। এটাই কারণ কেন আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলা বন্ধ করেছি। আমি আমার পরিবারকে আরও সময় দিতে চেয়েছিলাম। এটাই পেছনের চিন্তা ছিল।'
ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে তিনি পরিবারকে খুব বেশি সময় দিতে পারছিলেন না। সেই কথা ভেবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।