২০০ তাড়া করাও সম্ভবঃ মাশরাফি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮৬ রান তাড়া করে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রংপুর রাইডার্স। রাইডার্স দলপতি মাশরাফি বিন মর্তুজা মনে করেন এই ধরণের উইকেটে ২০০ রান তাড়া করাও সম্ভব।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানিয়েছেন মাশরাফি। ঢাকার বিপক্ষে বোলারদের সহায়তা করেছেন ফিল্ডাররা এমনটাই মনে করেন রংপুরের অধিনায়ক।

'স্পষ্টতই এই ধরণের উইকেটে ২০০ রান তাড়া করাও সম্ভব। প্রথম ৬ ওভার যদি সেভাবে খেলা যায়। এই ফরম্যাটে ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ, বোলাররা একটা পরিকল্পনা নিয়ে বল করেছে এবং ফিল্ডাররা ভালো ভাবে তাদের সমর্থন দিয়েছে।'
১৮৭ রানকে বড় সংগ্রহ মানছেন মাশরাফি। তবুও বোলারদের প্রশংসা করেছেন তিনি। ৩-৪ ওভার ঠিক ভাবে ব্যাটিং করতে পারলে বল ব্যাটে আসবে বলে বিশ্বাস ছিল রংপুরের। সেই বিশ্বাস কাজে দিয়েছে তাদের।
'উইকেট খুব ভালো ছিল। বোলাররা সত্যিই অনেক ভালো বোলিং করেছে এবং আমরা জানতাম যে ১৮৭ বড় স্কোর। কিন্তু এই ধরণের উইকেটে ৩-৪ ওভার খেলতে পারলে বল ব্যাটে আসবে।'
জয়ের ধারা ধরে রেখে শেষ চারে যাওয়াই এখন মূল লক্ষ্য রংপুরের। ১০ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স।