ভিলিয়ার্সের বিশ্বাস, বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ

ছবি: এবি ডি ভিলিয়ার্স

|| ডেস্ক রিপোর্ট ||
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ইতিমধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশ দলও। আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে বলেই বিশ্বাস সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের।
বিপিএলের আসর মাতাতে এই তারকা এখন বাংলাদেশে। খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, বিশ্বকাপে ভালো করতে হলে টাইগারদের পরিকল্পনা কাজে লাগাতে হবে।

'আসলে সবচেয়ে বড় কথা হলো মাঠের মাঝখানে গিয়ে আপনি পরিকল্পনা কাজে লাগাতে পারছেন কি-না। বাংলাদেশ আস্তে আস্তে ভালো দল হয়ে উঠছে এবং আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে।’
সাকিব, মাহমুদুল্লাহ ও মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা বিশ্বকাপে বাংলাদেশের পারফর্মেন্সে প্রভাব রাখবেন বলেই মনে করেন ভিলিয়ার্স।
তারা অনেকদিন ধরেই একসাথে খেলছেন। দলকে জেতাচ্ছেন নিয়মিত। বিশ্বকাপেও তারা বাংলাদেশের পারফর্মেন্সে বড় ভূমিকা রাখবেন বলে মনে করেন ভিলিয়ার্স।
'অবশ্যই তাদের স্কোয়াডে কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সাকিব, মাহমুদুল্লাহ ও মুশফিক সবাই অভিজ্ঞ ক্রিকেটার। কারণ তারা অনেকদিন ধরে একসাথে খেলছে। তারা এখন দলকে জেতাতে পারছে।'