promotional_ad

মিথুনের লক্ষ্য আত্মবিশ্বাস অর্জন

মোহাম্মদ মিথুন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ দলের সব ক্রিকেটারই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেখানে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তাই বিপিএল আসর থেকে আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড যাওয়াই বড় লক্ষ্য টাইগারদের।


যেহেতু আসন্ন এই সফরে ভিন্ন ফরম্যাটের ক্রিকেট খেলবে বাংলাদেশ তাই কিছুটা চিন্তার কারণ তৈরি হয়েছে। তবে, উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন মনে করেন খেলার মধ্যে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।



promotional_ad

'ওখানে যেয়ে খেলব ওয়ানডে ও টেস্ট। এখানে টি-টোয়েন্টি খেলছি। ফরম্যাট পুরোই ভিন্ন। আর এখানে খুব বেশি ব্যাটিং করার সুযোগও হচ্ছে না। যতটুকু সুযোগ পাচ্ছি চেষ্টা করছি কাজে লাগানোর। ফরম্যাট ভিন্ন হলেও দিন শেষে গোল বল ফেস করছি। চেষ্টা করছি যতটুকু ভাল আত্মবিশ্বাস নিয়ে যেতে পারে।'


দেশি-বিদেশী ক্রিকেটার মিলিয়ে শক্তিশালী ব্যাটিং অর্ডার দিয়ে দল সাজিয়েছে রংপুর রাইডার্স। ফলে দলটির হয়ে অনেক ম্যাচেই উপরের সারিতে ব্যাটিংয়ের সুযোগ হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।


যেই ম্যাচগুলোতে তিনি খেলছেন সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড মিশনে যাওয়াই লক্ষ্য মিথুনের। রংপুর রাইডার্সের জার্সি গায়ে ৯ ম্যাচে ৮ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি।



ব্যাট হাতে করেছেন ১৭৭ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৯ রান। এই ফর্ম আসন্ন সফরে ধরে রাখতে চাইবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball