ডেথ ওভারে বোলিং অভ্যাস হয়ে গেছে মুস্তাফিজের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ওভারের নাটকীয়তায় দারুণ ম্যাচ জিতেছে রাজশাহী কিংস। শেষ ওভারে দারুণ বোলিং করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এই পারফর্মেন্সের সুবাদে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তাফিজ বলেছেন, ডেথ ওভারে এমন পরিস্থিতি মোকাবেলা করতে, করতে অভ্যাস হয়ে গেছে তাঁর। তাছাড়া, এই ধরণের স্নায়ুক্ষয়ী ম্যাচে বেশি উদ্বিগ্ন না হওয়াই ভালো মনে করেন তিনি।

'উইকেটটা অনেক ভালো ছিল। অনেক ম্যাচেই এরকম পরিস্থিতিতে পড়েছি। ডেথ ওভারে বোলিং, শেষ ওভারে বোলিং এখন অভ্যাস হয়ে গেছে। টি-টুয়েন্টি ম্যাচে বেশি উদ্বিগ্ন না হওয়া ভালো। সংক্ষিপ্ত চিন্তা করা ভালো।'
শেষ ওভারে জয়ের জন্য চিটাগংয়ের দরকার ছিল ১৩ রান। এরপর বোলিং করতে এসে প্রথম বলেই দারুণ এক ইয়র্কারে ২৯ রান করা সিকান্দার রাজাকে সাজঘরে ফিরিয়েছেন। এর পরের তিন বলে মোট দিয়েছেন ৪ রান।
পঞ্চম বলে আবারও ইয়র্কারে রবিউল ইসলামকে শিকার করেছেন মুস্তাফিজ। আর তাতেই দলের জয় নিশ্চিত হয়ে যায়। মুস্তাফিজ মনে করেন এই জয়টি দারুণ দরকার ছিল তাঁর দলের জন্য।
'এই ম্যাচটা আমাদের জন্য অনেক ভালো ছিল। আমাদের আর দুটি ম্যাচ আছে। শেষ একটা কিংবা দুইটা ম্যাচে আমরা হেরেছি, তাই এটা গুরুত্বপূর্ণ।'