promotional_ad

শেষ ভালোর খোঁজে খুলনা টাইটান্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||   


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম দল হিসেবে শেষ চারের দৌড় থেকে ছিটকে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা।


বাকি আছে দুটি ম্যাচ। এখন বাকি ম্যাচগুলোতে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করাই মূল লক্ষ্য খুলনার। সিলেটের বিপক্ষে ৫৮ রানের হারের পর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন টাইটান্স দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।



promotional_ad

'টেবিলের নিচে থাকলে এই ধরনের চিন্তা ধারা আসতে পারে। আমি ব্যক্তিগত ভাবে ওভাবেই চিন্তা করছি না। আমাদের হাতে এখন দুটি ম্যাচ আছে। ইনশাল্লাহ যদি জিততে পারি, তাহলে হয়তো ভালো কিছু দিয়ে শেষ করতে পারবো। জয়টা অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ।'


এবারের আসরে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষদিকে হেরেছে খুলনা। এই ম্যাচগুলো জিততে পারলে অন্যরকম চিত্র হতো বলে মনে করেন মাহমুদুল্লাহ। শেষ চারে খেলার সুযোগ হারিয়ে অনেক হতাশ তিনি।


'ফ্র্যাইঞ্চাজির একটা প্রত্যাশ থাকে। খুলনার সমর্থকদের একটা প্রত্যাশা থাকে। নিজের একটা প্রত্যাশা থাকে। কোনটাই আসলে কোনভাবে পূরণ হচ্ছে না।যেহেতু এখন আমরা টুর্নামেন্ট থেকে আউট। সুপার ফোরে কোন সুযাগ নেই। খুবই হতাশাজনক অবশ্যই। বিশ্লেষণ করা কঠিন। প্রথম ৫/৬ ম্যাচের মধ্যে  আমরা কয়েকটা ক্লোজ ম্যাচ জিততে পারতাম, তখন হয়তো পয়েন্ট টেবিলে ভিন্নরকম হতো। আমাদের আত্মবিশ্বাস তখন বেশি থাকতো।'



ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ হয়েছে খুলনা। ব্যাটিং অর্ডার বদলেও কোনো কাজ হয়নি। ব্যক্তিগত পারফর্মেন্স দিয়েও আলো ছড়াতে পারেননি মাহমুদুল্লাহ। তাই হতাশার মাত্রা দ্বিগুণ হচ্ছে তাঁর।


'দূর্ভাগ্যবশত আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোন বিভাগেই ভালো করতে পারিনি। কোন বিভাগেই কোন কিছু হচ্ছে না। নিজেরা কথা বলার চেষ্টা করেছি, সমস্যা বের করার চেষ্টা করেছি। ব্যাটিং অর্ডার চেইঞ্জ করার চেষ্টা করেছি। কেউই দলের জন্য কন্টিবিউশন করতে পারছে না। এটা দলের জন্য হতাশাজনক। আমি যেভাবে কন্টিবিউট করতে পারতাম, আমি ওভাবে কন্টিবিউক করতে পারিনি। ব্যক্তিগত ভাবে আমিও হতাশ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball