চার্লসকে ফেরালেন রাহী

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংসঃ ১৫৭/৩ (১৭ ওভার)
ডাসকাট ২৪* জোনকার ৩*
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস এবং রাজশাহী কিংস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতিমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং দলপতি মুশফিকুর রহিম। ফলে আগে ব্যাটিং করছে রাজশাহী কিংস।
চার্লসের অর্ধশতকঃ
শুরু থেকে দেখেশুনে খেলে একপ্রান্ত আগলে রেখে ৪০ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন চার্লস।
চার্লসকে ফেরালেন আবু জায়েদঃ

৪৩ বলে ৫৫ রান করা চার্লসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন আবু জায়েদ রাহী।
চার্লস-ইভান্সের জুটী ভাঙলেন খালেদঃ
দ্বিতীয় উইকেটে জনসন চার্লস ও লরি ইভান্স যোগ করেছেন ৭০ রান। ইভান্সকে ব্যক্তিগত ৩৬ রানে উইকেটরক্ষক শেহজাদের ক্যাচ বানিয়ে আউট করেছেন খালেদ আহমেদ।
রাজশাহীর দলীয় শতকঃ
সৌম্য ফিরে গেলেও। দ্বিতীয় উইকেটে লরি ইভান্সকে নিয়ে দারুণ এক জুটি গড়েন চার্লস। এই দুজনের ব্যাটে ওভারে দলীয় শতক পূরণ হয় রাজশাহীর।
দারুণ শুরুর পর ফিরলেন সৌম্যঃ
ব্যাট হাতে দারুণ শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য। তিনি ২০ বলে ২৬ রানের ইনিংস খেলে খালেদের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
রাজশহীর দলীয় অর্ধশতকঃ
সৌম্য ও চার্লসের ব্যাটে ৫.৫ ওভারে দলীয় অর্ধশতক পূরণ হয় রাজশাহীর।
দারুণ শুরু চিটাগংয়েরঃ
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করেন দুই ওপেনার সৌম্য সরকার ও জনসন চার্লস।
চিটাগং ভাইকিংস একাদশঃ-
মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইয়াসির আলী, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ, রবিউল হক, আবু জায়েদ।
রাজশাহী কিংস একাদশঃ-
লরি ইভান্স, সৌম্য সরকার, ফজলে মাহমুদ, জনসন চার্লস (উইকেটরক্ষক), মমিনুল হক, রায়ান টেন ডাসকাট, ক্রিশ্চিয়ান জনকার, মেহদী হাসান (অধিনায়ক), আরাফাত সানি, কামরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।