হেলস-রুশোকে প্রশংসায় ভাসালেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিটাগংয়ের বিপক্ষে ২৩৯ রানের পাহাড় করে ৭২ রানের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। অথচ দলীয় ৬ রানেই ক্রিস গেইলের উইকেট হারিয়ে বিপদে পড়েছিল রংপুর।
সেখান থেকে দলকে টেনে তুলেছেন রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। এই দুজনের দারুণ জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে রংপুর। তাই ম্যাচ শেষে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসায় ভেসেছেন দুইজন।

'গেইলকে হারানোর পর আমরা চাপে ছিলাম। কিন্তু হেলস ও রাইলি দারুণ কাজ করেছে।'
হেলস ১০০ রান করে আউট হলেও ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রাইলি রুশো। এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১৭৪ রান। আর তাতেই ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় রংপুর।
বিপিএলের প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষের পথে। এখন প্রতিটি ম্যাচই দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন রংপুর দলপতি মাশরাফি বিন মুর্তজা। শেষ তিন ম্যাচেই টানা জয় পেয়েছে তারা। এই ধারা ধরে রাখাই এখন লক্ষ্য তাদের।
'আমি মনে করি টুর্নামেন্টের শেষের দিকটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখন একটি গতি পেয়েছি আশা করি এটা ধরে রাখতে পারব।'