পিচের সুবিধা কাজে লাগিয়েছেন হেলস

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুরের রানের পাহাড় গড়ার ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন অ্যালেক্স হেলসই। এই তারকার ব্যাট থেকে এসেছে মাত্র ৪৮ বলে ১০০ রানের দারুণ এক ইনিংস। হেলস অবশ্য জানিয়েছেন তারা জানতেই এই পিচে ২০০ এর বেশি রান সংগ্রহ করতে হবে।
তাছাড়া, এই পিচে ব্যাট করা সহজ ছিল বলেও বিশ্বাস হেলসের। তিনি সেই সুবিধা কাজে লাগিয়েছে। দল হিসেবে দারুণ একটি রাত পার করেছে রংপুর এমনটাই মনে করেন এই হার্ডহিটার।

'পিচটা ভালো ছিল। আমরা জানতাম আমাদের ২০০ এর বেশি সংগ্রহ করতে হবে। দল হিসেবে আমাদের জন্য একটা দারুণ রাত,' পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরার পুরস্কার হাতে একথা বলেছেন হেলস।
রংপুরের হয়ে এবারের আসরে ৯ ম্যাচে ৪৫৯ রান সংগ্রহ করেছেন রাইলি রুশো। চট্টগ্রামের বিপক্ষেও দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। রুশোর সাথে এই ম্যাচে দলের জন্য অবদান রেখে দারুণ খুশি হেলস।
'এবছর রাইলি আমাদের জন্য দারুণ পারফর্ম করছে, এটা দারুণ যে তার সাথে অবদান রাখতে পেরেছি।'
এবারের আসরে ৯ ম্যাচ খেলে ৫ জয় পেয়েছে রংপুর। ফলে শেষ চারে খেলার আশা দারুণ ভাবে বেঁচে আছে তাদের। হেলস মনে করেন সঠিক সময়ে তাঁর দল পারফর্ম করতে পারবে।
'আশা করছি, আমরা সঠিক সময়ে জ্বলে উঠব।'