promotional_ad

জোড়া সেঞ্চুরির ম্যাচে বড় জয় পেল রংপুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


রংপুর রাইডার্সঃ ২৩৯/৪ (২০ ওভার)


(রুশো ১০০*, হেলস ১০০)


চিটাগং ভাইকিংসঃ ১৬৭/৮ (২০ ওভার)


(ইয়াসির ৭৮, মুশফিক ২২; মাশরাফি ৩/৩৪)


রান বন্যার ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭২ রানের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর জোড়া সেঞ্চুরিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে চিটাগংয়ের ইনিংস থামে ৮ উইকেটে ১৬৭ রানে।


বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের।  ১২ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন চিটাগংয়ের ওপেনার আহমেদ শেহজাদ। এরপর সিকান্দার রাজাও দ্রুত ফিরে গেছেন। তিনি ৩ বলে ৩ রান করে মাশরাফির বলে বোল্ড আউট হয়েছেন।



promotional_ad

তৃতীয় উইকেটে ওপেনিংয়ে নামা ইয়াসির আলীকে নিয়ে ইনিংস মেরামত করেন অধিনায়ক মুশফিকুর রহীম। পাওয়ার প্লে'তে এই দুজনে তুলেন ৬৪ রান। ১১ বলে ২২ রান করা মুশফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন নাজমুল ইসলাম অপু।


ইয়াসিরকে সঙ্গ দিতে পারেননি নাজিবুল্লাহ জাদরানও। তিনি মাত্র ১ রান করে শহিদুল ইসলামের বলে ক্যাচ দিয়েছেন নাহিদুলের হাতে। এরপর ইয়াসির-মোসাদ্দেকের ব্যাটে ১০.৪ ওভারে দলীয় শতক পূরণ হয় চিটাগংয়ের। 


ইয়াসির-মোসাদ্দেকের জুটি ভেঙেছেন মাশরাফি। তিনি ১৪ রান করা মোসাদ্দেককে তিনি শফিউলের ক্যাচ বানিয়েছেন। এরপর বিপজ্জনক হয়ে ওঠা ইয়াসির আলীকেও আউট করেছেন রংপুর দলপতি।


মাত্র ৪৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে মাশরাফির বলে এক্সট্রা কভারে ভিলিয়ার্সের হাতে ধরা পড়ে আউট হয়েছেন  ইয়াসির। এরপর সানজামুল ইসলাম ৪ রান করে রান আউট ও ৭ রান করে রবিউল হক ফরহাদ রেজার শিকার হলে জয়ের আশা নিভে যায় চিটাগংয়ের।


শেষদিকে আবু জায়েদ ১০ ও খালেদ আহমেদ ৮ রানে অপরাজিত থেকে শুধু দলের হারের ব্যবধান কমিয়েছেন। এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে গেইলকে হারিয়ে বিপদে পড়ে রংপুর। গেইল মাত্র ২ রান করে আবু জায়েদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন।


এরপর রুশোকে নিয়ে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন হেলস। দ্বিতীয় উইকেটে এই দুজনে যোগ করেছেন ১৭৪ রান। হেলস ২৯ বলে অর্ধশতক তুলে নিয়ে ৪৮ বলে ১০০ রানের ইনিংস খেলে সিকান্দার রাজাকে উড়িয়ে মারতে গিয়ে নিহাদুজ্জামানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। 


তাঁর ইনিংসটি ছিল ৫ টি ছক্কা ও ১১ টি চারে সাজানো। হেলসের ফেরার পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি ২ বলে মাত্র ১ রান করে আবু জায়েদ রাহীর বলে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন খালেদ আহমেদের হাতে।


হেলস, ভিলিয়ার্স ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলছেন রুশো। তাঁর ব্যাটে ১৭ ওভারে দলীয় দ্বিশতক পূরণ হয় রংপুরের। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা রুশো নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন ৫১ বলে।  



শেষ দিকে মিথুন ১৫ রান করে রবিউল হকের বলে বোল্ড হলেও নাহিদুলকে নিয়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করে ১০০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রুশো। নাহিদুলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১১ রান।


রাইডার্স একাদশঃ-


ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, নাহিদুল ইসলাম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ফারহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।


চিটাগং ভাইকিংস একাদশঃ-


মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিঙ্ক, খালেদ আহমেদ, রবিউল হক, সানজামুল ইসলাম, আবু জায়েদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball