টসে হারলেন রিয়াদ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটান্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
সিলেটের দলপতি ইনজুরির কারণে দেশে ফিরে যাওয়ায় এই ম্যাচে দলটির নেতৃত্ব দিচ্ছেন সোহেল তানভির। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক তানভির। ফলে আগে ব্যাট করবে খুলনা।

খুলনা টাইটান্স স্কোয়াডঃ-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল-আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহির খান, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, পল স্টার্লিং, ডেভিড ওয়াইজ ও ব্রেন্ডন টেইলর।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ-
সোহেল তানভীর (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলি অনিক, মেহেদি হাসান রানা, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ।