'সাকিব-সালাউদ্দিনের ইস্যু বড় কিছু না'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কুমিল্লার দেয়া ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪০ রানের আগেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়েছিল ঢাকা। ঢাকার ইনিংসের অষ্টম ওভারে মেহেদী হাসানের করা একটি বল ঢাকার ব্যাটসম্যান ডারউইচ রাসুলির ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যায়।
আম্পায়ার বলটিকে ওয়াইড ঘোষণা করে। কুমিল্লার খেলোয়াড়রা এটা নিয়ে অভিযোগ করলে ফিল্ড আম্পায়ার জানান বোলার তাঁর সামনে দাঁড়ানোয় তিনি বল দেখতে পারননি। এই ওয়াইড বল নিয়ে টাইম আউটের সময় আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।

এক পর্যায়ে আম্পায়ারদের কাছে ছুটে যান উইকেটে থাকা ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানও। সেই সময় সাকিবকে ধাক্কা দিয়ে মাঠের বাইরে চলে যান কুমিল্লার কোচ সালাউদ্দিন।
বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তবে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস জানিয়েছেন, ব্যাপারটি স্বাভাবিক। সাকিব এ নিয়ে কোনো অভিযোগ করেননি বলেও নিশ্চিত করেছেন তিনি।
'ঘটনাটা খুবই মজার একটা জিনিস। আপনারা সবাই জানেন সালাউদ্দিন স্যার সাকিবের ছোটোবেলার কোচ। কোচ হিসেবে তাঁর সাথে মজা করেছে। এটা সিরিয়াস কিছু না। সাকিবও হাসছিল। সাকিব কিছু নিয়ে অভিযোগ করেনি। সে অন্য কিছু নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছিল। সাকিব সালাউদ্দিন স্যারের ইস্যু নিয়ে কিছু বলেনি। এটা বড় কোনো ইস্যু না।'
এই ম্যাচে সাকিবে ঢাকা ডায়নামাইটসকে ৭ রানের বিনিময়ে হারিয়েছে কুমিল্লা। ম্যাচের মাঝে সাকিব-সালাউদ্দিনের এই ঘটনা বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।