মুশফিককে ভয় ডায়নামাইটসের

ছবি: মুশফিকুর রহীম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সোমবার চিটাগং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস। ৬ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ঢাকা। অন্যদিকে ৫ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে চিটাগং।
এই ম্যাচের আগে চিটাগং ভাইকিংস দলপতি মুশফিকুর রহীমের দুর্দান্ত ফর্ম ভাবাচ্ছে ঢাকাকে। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

'টি-টিয়েন্টিতে সবচেয় গুরুত্বপূর্ণ হল টিম কম্বিনেশন ও মোমেন্টাম। আমার মনে হয় ওদের ভালো মোমেন্টাম যাচ্ছে। মুশফিক ভাই আছে, প্রতিটা ম্যাচেই পারফর্ম করছে। যেটা সবচেয়ে বড় কথা তাঁরা ভালো খেলছে।'
শুধু মুশফিকুর রহীম না দল হিসেবেও ভাইকিংস বেশ ভালো খেলছে নিয়মিত রানের মধ্যে আছেন ইয়াসির আলী, মোহাম্মদ শেহজাদরা। গত ম্যাচে তাদের দলগত পারফর্মেন্সে খুলনার বিপক্ষে তারা ২১৪ রানের বড় সংগ্রহ গড়েছিল।
তাই, মুখোমুখি লড়াইয়ের আগে দল হিসেবে সমীহ পাচ্ছে চিটাগং। তবে, সোহান জানিয়েছেন ম্যাচের দিন যে দল ভালো করতে পারবে এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে পারবে তারাই জিতবে।
'ভাইকিংস অবশ্যই ভালো দল। ওরা ব্যাট করছে, ভালো ফিল্ডিং সাইড দলটি। কাল যারা ভালো করতে পারবে, সিচুয়েশন অনুযায়ী যেটা ডিমান্ড করার সেটা যারা ভালো করতে পারবে তাঁরাই ভালো করবে।'