দিনের সেরাঃ সাব্বির রহমান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ অনেকদিন ধরেই রানের মধ্যে ছিলেন না টাইগার তারকা সাব্বির রহমান। সবশেষ বিসিএলের আসরে অর্ধশতকের দেখা পেয়েছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি ইনিংসে দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।
দীর্ঘদিন পর সাব্বিরের ব্যাট হেসেছে। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৬ ছক্কা ও ৫ চারে ৫১ বলে ৮৫ রানের ইনিংস। বিপিএলের এবারের আসরে যা কোনো ব্যাটসম্যানের সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস।

গত ম্যাচে ওপেনিংয়ে নেমে দারুণ শুরু করেছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। এই ম্যাচেও তাঁর উপর বিশ্বাস ছিল অধিনায়ক ওয়ার্নারের। ফল, লিটনের সঙ্গে এই ম্যাচেও ওপেনিংয়ে দেখা যায় সাব্বিরকে।
লিটন ১১ রানে ফেরার পর সাব্বির এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন শেষ পর্যন্ত। বাজে বল অথবা ভালো বল, যেকোনো বলকেই যে তিনি সীমানা ছাড়া করতে পারেন, এর নিদর্শন আবারও দেখেছে ক্রিকেট দর্শকরা।
রংপুরের বিপক্ষে বড় পুঁজির ভিত মূলত গড়ে দিয়েছেন সাব্বিরই। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নিকোলাস পুরান। এই দুজনে পঞ্চম উইকেটে গড়েছেন ৭৮ রানের জুটি। মাত্র ৩৪ বলে অর্ধশতক ছোঁয়া সাব্বির, মাইলস্টোন ছোঁয়ার পর আরও হাতখুলে খেলেছেন।
১৪তম ওভারে গেইলকে মেরেছেন এক ছক্কা ও এক চার। ১৭ ও ১৮তম ওভারে সাব্বির ও পুরান মিলে তুলেছেন ৩৫ রান। গেইলের এর পরের ওভারে সাব্বির একাই নিয়েছেন ১৪ রান। একসময় সেঞ্চুরি পাওয়ারও আশা জানিয়েছিলেন তিনি।
তবে শেষ ওভারের প্রথম বলে শফিউলকে লং অফে ছক্কা মারতে গিয়ে সাব্বির রাইলি রুশোর তালুবন্দী হলে সেই স্বপ্ন সত্যি হয়নি ভক্তদের। অবশ্য এতো প্রাপ্তির মাঝেও অপ্রাপ্তি রয়ে গেছে। এই ম্যাচে সাব্বিরের দল সিলেট সিক্সার্স হেরেছে ৪ উইকেটের ব্যবধানে।