promotional_ad

প্রতিশোধের অপেক্ষায় সিলেট সিক্সার্স

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম কিছু ম্যাচ লো স্কোরিং হলেও, শেষের দিকের ম্যাচগুলো দারুণ উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার থেকে সিলেট পর্ব শুরু হচ্ছে।


দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায়। বিপিএলের এবারের আসরে ৩ ম্যাচ খেলেছে সিলেট সিক্সার্স।


এর মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। বাকি ২টি ম্যাচেই হেরেছে তারা। অন্যদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ ম্যাচ খেলে জয় পেয়েছে ২টি ম্যাচে। বাকি ২টি ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি।


৭ দলের পয়েন্ট টেবিলে কুমিল্লার অবস্থান ৪ নম্বরে। আর সিলেট রয়েছে ৬ নম্বরে। ঘরের মাঠে বরাবরই সিলেটের পারফর্মেন্স দারুণ। এবারও সেই ধারা অব্যহত রাখতে চাইবে ডেভিড ওয়ার্নারের দল।


বিপিএলের এবারের আসরে দুই দলের এটি দ্বিতীয় দেখা। প্রথম দেখায় ৪ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল কুমিল্লা। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে সিলেট সিক্সার্স।



promotional_ad

চোখ থাকবে যাদের উপরঃ-


ডেভিড ওয়ার্নার (সিলেট সিক্সার্স)- চিটাগাংয়ের বিপক্ষে দারুণ এক অর্ধশতক পেয়েছিলেন সিক্সার্স অধিনায়ক ওয়ার্নার। তুলনামূলক স্লো উইকেটে করা তাঁর সেই অর্ধশতক জয়ের পথে নিয়ে গিয়েছিল দলকে। সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে তাঁর ঝড়ো ব্যাটিংয়ের অপেক্ষায় থাকবেন ক্রিকেট প্রেমীরা।


তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)- আসরে এখনও সেভাবে জ্বলে উঠেনি তামিম ইকবালের ব্যাট। সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে রানের ফোয়ারা ছোঁটাতে চাইবেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার।


উইকেট ও কন্ডিশনঃ


সিলেটের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব বিপিএলের গত আসরেও বেশ কয়েকটি বড় সংগ্রহ দেখা গিয়েছিল এই মাঠে। বাংলাদেশের যেকোনো জায়গার তুলনায় সিলেটে একটু বেশি কুয়াশা থাকে। ফলে ম্যাচের আগে দুই দলেরই ভাবনায় থাকবে সিলেটের আবহাওয়া।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ 



তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডওসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমাখাই, আমির ইয়ামিন।


সিলেট সিক্সার্স স্কোয়াডঃ


লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball