পেরেরাকে আগে থেকেই চেনা খালেদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
থিসারা পেরেরার ৭৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ানস ১৮৪ রানের পাহাড় গড়েছিল চিটাগং ভাইকিংসের বিপক্ষে। অবশ্য শেষ ওভারের রোমাঞ্চে এই ম্যাচে জয় পেয়েছে চিটাগং। দলটির হয়ে মুশফিকুর রহীম খেলেছেন ৭৫ রানের ইনিংস।
সারা বিশ্বের টি-টুয়েন্টি টুর্নামেন্টগুলোতে পরিচিত মুখ পেরেরা। তাই, তাকে আগে থেকেই চেনা ছিল চিটাগংয়ের বোলারদের। তাই তাকে ব্লক হোলে বল করার পরিকল্পনা ছিল তাদের। পরিকল্পনা যদিও সফল হয়নি।

তবে, তাকে মারার বলই দেয়া হচ্ছিল। যেন মারতে গিয়ে আউট হয়ে যান। সেই পরিকল্পনা সফল হয়েছে চিটাগংয়ের। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন চিটাগংয়ের পেসার খালেদ আহমেদ।
'পেরেরা সারা বিশ্বেই খেলে বেড়াচ্ছে। আমাদের কিছু দুর্বলতা ছিল শেষ দিকে সেটা পূরণ হয়েছে। তাকে আমরা ব্লক হোলে বল করতে পারিনি। ও হিট করতে চাইছিল। আমরা তাকে হিটের বলই দিয়েছি। ভালো বলে সে মারতে পারনি। বাজে বলেই মেরেছে।'
পেরেরার ৭৪ রানের ৩০-ই এসেছে রবি ফ্রাইলিঙ্কের ১৯তম ওভারে। প্রথম বলে মাত্র দুই রান এসেছিল। পরের দুই বলে ছক্কা, ওভারের শেষ দুই বলেও ছক্কা মেরেছেন পেরেরা। চতুর্থ বলে মেরেছিলেন ৪।
তাই বিপিএলের দর্শকরা বঞ্চিত হয়েছেন টানা পাঁচ ছক্কা দেখার মূহুর্ত থেকে। ২০ বলে ৫০ ছোঁয়ার পথে মেরেছেন ৬ ছক্কা ও ১ চার। শেষ পর্যন্ত ২৬ বলে ৭৪ রানের ইনিংসে ছিল ৩ চার ও ৮ ছক্কা।