নিদাহাসের মুশফিককে দেখেছেন খালেদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
থিসারা পেরেরা ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১৮৪ রানের বড় পুঁজি পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগং বড় লক্ষ্য খেলতে নেমে রানের ধারা ধরে রেখেছে শুরু থেকেই। মুশফিকের ৭৫ রানের এক ইনিংসে তারা জয় পেয়েছে ৪ উইকেটের ব্যবধানে।
চিটাগংয়ের পেসার খালেদ আহমেদ জানিয়েছেন, এই ম্যাচে তাঁর ইনিংসে তিনি নিদাহাস ট্রফিতে মুশফিকের দারুণ পারফর্মেন্সে ছায়া দেখেছেন। মুশফিকের ব্যাটে ভর করেই জয়ের সপ্ন দেখেছিল চিটাগং। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন।

'মুশফিক ভাই দারুণ ক্লাস ব্যাটিং করেছে। উনি এই রকমই ব্যাটিং করে। শেষ নিদাহাস ট্রফিতে যেমন খেলেছেন। তেমনি খেলেছেন এই ম্যাচে। উনি দাঁড়িয়ে গেছেন আমরা ভেবেছি ম্যাচটি জিতব।'
নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২১৫ রানের টার্গেট নিয়ে ৫ উইকেট হাতে রেখে জয় পেয়েছিল বাংলাদেশ। ৩৫ বলে ম্যাচ জেতানো ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সেবার মুশফিক।
খালেদ মনে করেন মুশফিক নিজের কাজ শেষ করেই এসেছিলেন কুমিল্লার বিপক্ষে এই ম্যাচে। তাঁর লক্ষ্য ছিল ম্যাচ যেন শেষ ওভারে না যায়। তবে সাইফুদ্দিনের বলে তামিমকে ক্যাচ দিয়ে তিনি ৭৫ রান করে সাজঘরে ফেরেন। তবে আগের ম্যাচের নায়ক ফ্রাইলিঙ্ক দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
'তিনি সেটা কাভার করেই এসেছেন। এই ম্যাচ যদি আমরা হেরে যেতাম আমাদেরই ভুল ছিল। শেষ দিকে ফ্রাইলিঙ্ক ছিল। শেষ কয়েকটি ম্যাচে সে শেষে নেমে আমাদের জিতিয়েছে। মুশফিক ভাইয়ের ভরসা ছিল ও আছে। তিনি (মুশফিক) চেয়েছিলেন সেই ওভারেই ম্যাচ শেষ করে দিতে। ম্যাচ শেষ ওভারে না নিতে। তাই তিনি মেড়েছেন। এটা ইতিবাচক।'