promotional_ad

ভিলিয়ার্স আসলেও বদলাবে না রংপুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেণ্ট || 


বিপিএলের এবারের আসরে এরই মধ্যে ৫ ম্যাচ খেলে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এর মধ্যে তারা মাত্র ২টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। বাকি তিনটি ম্যাচেই হেরেছে তারা। গেইল, হাওয়েল, বোপারাদের নিয়ে গড়া দলটির পারফর্মেন্স চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।


এবারের আসরের শুরু থেকেই ৬ জন ব্যাটসম্যান নিয়ে খেলছে রংপুর। দলের প্রয়োজনে মাঝে মাঝে টপ অর্ডারে ব্যাট করেছেন দলপতি মাশরাফি বিন মর্তুজা। তাতেও কাজ হচ্ছে না। কদিন পরেই দলটিতে যোগ দেয়ার কথা প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের।



promotional_ad

অনেকেই মনে করছেন ভিলিয়ার্স যোগ দিলেই দলটির দুর্দশা কেটে যাবে। তবে রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, ভিলিয়ার্স যোগ দিলেও দলের কম্বিনেশন এমনই থাকবে। এই কম্বিনেশন নিয়েই গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। সেই পারফর্মেন্সই আশা যোগাচ্ছে মাশরাফিকে।


'ডি ভিলিয়ার্স আসলেও এমন কম্বিনেশনই হবে। কারণ আপনি যদি গত বছর দেখেন আমরা কিন্তু ৬ জন ব্যাটসম্যান নিয়েই খেলেছি। মাঝখানে জিয়া হয়তো কোনও ম্যাচে ওপেন করেছে। আমি নাম্বার তিনে খেলেছি। এক ম্যাচে সেমিফাইনালে গাজি ওপেন করেছিলো। আমাদের গত বছর থেকে সবসময় কম্বিনেশন এমনটাই ছিলো, যে ৬ জন ব্যাটসম্যান নিয়ে খেলেছি। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আমাদের টপ অর্ডারের ভূমিকা ছিলো। শেষ তিন ম্যাচে তিনটি শতক। তা নাহলে আমরা কিন্তু পুরো টুর্নামেন্টে কষ্ট করে সেমিফাইনালে গিয়েছিলাম।'


৩ ম্যাচে হারের পরেও মাশরাফি ভরসা রাখছেন দলটির টপ অর্ডারের উপর। তিনি মনে করেন এই ব্যাটসম্যানরা ফর্মে ফিরলে ম্যাচের চেহারা অন্যরকম হয়ে যাবে। দলের কম্বিনেশনের কারণেই অন্য দলগুলোর মতো ৭-৮ জন ব্যাটসম্যান নিয়ে খেলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মাশরাফি।



'টপ অর্ডার যেহেতু আমাদের শক্তিশালী, যেমন গেইল আছে, রুশো ফর্মে আছে। এদের কেউ ক্লিক করলে হয়তো ম্যাচ অন্যরকম হবে। যেটি আমাদের এখনও হচ্ছে না, রুশো প্রায় একাই ইনিংস খেলছে, রবি বোপারা মাঝামাঝি আছে। আর বেনি হাওয়েল আমাদের বোলিংয়ের গভীরতা বাড়াচ্ছে। সুতরাং এক্ষেত্রে তাঁর অবদানটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে গত বছর যা হয়েছিলো এখনও প্রায় একই। আপনি যদি দেখেন গত বছরেও আমরা ছয়টি ব্যাটসম্যান নিয়ে খেলেছি যেখানে অন্যান্য দলগুলো ৭-৮ টা ব্যাটসম্যান নিয়ে খেলতে পারছে আমাদের ক্ষেত্রে সেটি হয় না আরকি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball