দর্শক টানতে বিপিএলে ফ্ল্যাট উইকেট?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই আলোচনায় মিরপুরের উইকেট। অনেক ম্যাচই হয়েছে লো স্কোরিং। ফলে উইকেট নিয়ে সমালোচনা করেছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, অনেক ম্যাচেই বড় রান হয়েছে। তাছাড়া দর্শকদের কথা চিন্তা করে, ফ্ল্যাট উইকেটের জন্য তারা গ্রাউন্ডস কমিটির কাছে আবেদন করেছেন।

'কথা বেশি হচ্ছে যে মিরপুরের উইকেটটি টি টুয়েন্টির জন্য আদর্শ না। তবে কিছু কিছু ম্যাচে আমরা বড় রান দেখেছি। আমরা সেভাবেই গ্রাউন্ডস কমিটির কাছে আবেদন করেছি যাতে এটি আরও ফ্ল্যাট উইকেট হয়। মানুষ যে আশা নিয়ে খেলাটি দেখতে এসেছে সেই প্রত্যাশাটি যেন পূরণ হয়।'
এদিকে, শুক্রবার ছাড়া অন্য দিনগুলিতে বিপিএলের প্রথম ম্যাচ শুরুর আগের সময় ছিল দুপুর সাড়ে ১২টা। শনিবার থেকে ম্যাচগুলো শুরু হবে দেড়টা থেকে। আর দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগের সময় ছিল বিকেল ৫টা ২০। এখন তা শুরু হবে সাড়ে ৬টায়।
আর শুক্রবারের ম্যাচগুলো যথারীতি বেলা ২টায় ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। অনেকেই মনে করছেন দর্শক টানতেই বিপিএলের সময় বদল করা হয়েছে। তবে ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন শিশিরের কথা চিন্তা করেই বদল করা হয়েছে বিপিএলের সময়।
'এটি আসলে দর্শকদের কথা চিন্তা করে এগিয়ে আনা হয়নি, হয়েছিলো ডিউ ফ্যাক্টরের কথা চিন্তা করে। আমরা যখন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সাথে মিটিং করি তখন তাদের একটা দাবি ছিলো যে ডিউ ফ্যাক্টরটিকে যতটা সম্ভব কমানো যায়। যখন দেখলাম যে শীত কমে গিয়েছে এবং শিশির কমে গিয়েছে তখন আবার সময় পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।'