জুয়া ঠেকাতে কঠোর অবস্থানে বিপিএল কমিটি

ছবি: ইসমাইল হায়দার মল্লিক

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো টুর্নামেন্টের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে জুয়া বা বাজি। এগুলো নিয়ে তাই বড় চিন্তায় পড়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। শুরু থেকেই এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিবির নিরাপত্তা দল।
শুক্রবার বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন জুয়া ঠেকাতে অনেক বেশি কঠোর তারা। স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে কঠোর নজরদারি রয়েছে তাদের।

'আমরা কিন্তু জুয়া নিয়ে অনেক বেশি কঠোর। এক বছর আমরা বিপিএল করি নি শুধুমাত্র এই বিষয়গুলো ঠিক করার জন্য। এখন কিন্তু সিভিল এবং ফরমাল ড্রেসে প্রায় হাজার খানেক লোক এই বিষয়টি নিয়মিত দেখভাল করছে। প্রত্যেকটি হোটেলে আমাদের অ্যান্টি কোরাপশন টিম আছে। প্লেয়ারদেরকে মনিটরিং করা হচ্ছে।'
স্টেডিয়ামেও জুয়ার কারণে বেশ কয়েকজন দেশি-বিদেশী দর্শককে হাতে নাতে ধরেছে নিরাপত্তা কর্মীরা। তাদের বিরুদ্ধে জেল-জরিমানার শাস্তি দেয়া হচ্ছে নিয়মিত। এই বিষয়ে নিয়মিত নজরদারি করছেন তারা।
বিপিএলের গভর্নিং কমিটির সদস্য ইসমাইল হায়দার মল্লির আরও জানিয়েছেন, এসবের সঙ্গে জরিতদের দেশের বাইরে পাঠিয়ে দেয়ারও ব্যবস্থা করছেন তারা।
'স্টেডিয়ামে যেগুলো হচ্ছে সেগুলো নিয়মিত আমরা দেখছি। থানায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের ম্যাজিস্ট্রেট আছে। ফাইন হচ্ছে, জেল হচ্ছে সব কিছুই হচ্ছে। এমনকি দেশ থেকে বের করেও দেয়া হবে।'