আফ্রিদির ঘূর্ণিতে বিপর্যয়ে রাজশাহী

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংসঃ ৫৮/৫ (৮ ওভার)
জাকির ৪*, ফজলে ১*
আজকে দিনের দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভিক্টোরিয়ান্স দলপতি স্টিভ স্মিথ ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন।
ফলে এই ম্যাচে কুমিল্লার নেতৃত্ব দিচ্ছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভিক্টোরিয়ান্স দলপতি দলপতি ইমরুল কায়েস।
মিরাজ-মমিনুলের ব্যাটে দারুণ শুরুঃ

ব্যাটিংয়ে নেমেছেন রাজশাহীর দুই ওপেনার মমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ২০ রান।
দ্রুত উইকেট হারিয়ে বিপদে রাজশাহীঃ
মমিনুল ৩ রান করে সাইফুদ্দিনের বলে লেগ বিফোরের শিকার হয়েছেন। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরিয়েছেন সৌম্যকে।
পাওয়ার প্লেতে মিরাজের প্রতিরোধঃ
নিয়মিত উইকেট গেলেও পাওয়ার প্লেতে উইকেট বাঁচিয়ে খেলে গেছে মেহেদী হাসান মিরাজ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৪৬ রান।
সাজঘরে হাফিজ-মিরাজ-ইভান্সঃ
হাফিজ ১৬ রান করে ডসনের বলে বোল্ড আউট হয়েছেন। আর দারুণ খেলতে থাকা মিরাজকে ব্যক্তিগত ৩০ রানে লেগ বোফোরের ফাঁদে ফেলেছেন শহীদ আফ্রিদী। এর পরের বলেই একই কায়দায় রানের খাতা খোলার আগে আউট করেছেন আফ্রিদি।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশঃ
তামিম ইকবাল, ইভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।
রাজশাহী কিংস একাদশঃ
মোহাম্মদ হাফিজ, মমিনুল হক, মেহদি হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লরি ইভান্স, জাকির হাসান (উইকেটরক্ষক), ফজলে মাহমুদ, ইসুরু উদানা, কাইস আহমদ, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।