'অলমোস্ট কিং গেইল'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশে এসেছেন বিপিএল শুরুর দিনই। তবে অনাপত্তিপত্র পেতে দেরি হওয়ায় মাঠে নামা হচ্ছিল না ক্রিস গেইলের। মঙ্গলবার রংপুরের হয়ে এবারের আসরে প্রথম ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি। আউট হয়েছেন মাত্র ১ রান করে। যদিও তাঁর দল ৬৪ রান তাড়া করে জিতেছে ৯ উইকেটের ব্যবধানে। গেইল সাজঘরে ফিরলেও দুই ব্যাটসম্যান মেহেদী মারুফ ও রাইলি রুশো সহজ জয় এনে দিয়েছেন দলকে।

ম্যাচ শেষে রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, গেইল মাঠে নামলে, যতক্ষণ তিনি থাকেন ততক্ষণই বড় আশা থাকে তাকে নিয়ে। গেইলকে টি-টুয়েন্টি ফরম্যাটের রাজা বলে আখ্যা দিয়েছেন তিনি।
'গেইল তো অবশ্যই। গত ম্যাচে অনাপত্তিপত্র ছিল না বলে খেলে নি। গেইল মাঠে নামলে একটা সুবিধা আছে যে,যতক্ষণ মাঠে মাঠে একটা আশা থাকেই। এক দুই ওভারে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা আমরা স্পর্শ করতে পারব। আর এই ফরম্যাটে গেইল অলমোস্ট কিং।'
গেইলের সার্বিক পরিসংখ্যান কিন্তু তাই বলে। বিশ্বের প্রায় সব টি-টুয়েন্টি ফরম্যাটেই নিজের জাত চিয়েছেন। বিপিএলের প্রথম আসর থেকেই তিনি পরিচিত মুখ। বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন তিনি।
গত আসর থেকে খেলছেন রংপুরের হয়ে। গেইল তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৫৮ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ৭৫টি অর্ধশতক ও ২১টি শতকে করেছেন ১২ হাজার ৯৬ রান। এই ফরম্যাটে রান সংগ্রহের দিক দিয়ে তাঁর ধারে কাছেও নেই কেউ। তাই তাকে এই ফরম্যাটের অলমোস্ট কিং বলাই যায়।