promotional_ad

'অলমোস্ট কিং গেইল'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশে এসেছেন বিপিএল শুরুর দিনই। তবে অনাপত্তিপত্র পেতে দেরি হওয়ায় মাঠে নামা হচ্ছিল না ক্রিস গেইলের। মঙ্গলবার রংপুরের হয়ে এবারের আসরে প্রথম ম্যাচ খেলে ফেলেছেন তিনি।


তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি। আউট হয়েছেন মাত্র ১ রান করে। যদিও তাঁর দল ৬৪ রান তাড়া করে জিতেছে ৯ উইকেটের ব্যবধানে। গেইল সাজঘরে ফিরলেও দুই ব্যাটসম্যান মেহেদী মারুফ ও রাইলি রুশো সহজ জয় এনে দিয়েছেন দলকে।


promotional_ad

ম্যাচ শেষে রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, গেইল মাঠে নামলে, যতক্ষণ তিনি থাকেন ততক্ষণই বড় আশা থাকে তাকে নিয়ে। গেইলকে টি-টুয়েন্টি ফরম্যাটের রাজা বলে আখ্যা দিয়েছেন তিনি।


'গেইল তো অবশ্যই। গত ম্যাচে অনাপত্তিপত্র ছিল না বলে খেলে নি। গেইল মাঠে নামলে একটা সুবিধা আছে যে,যতক্ষণ মাঠে মাঠে একটা আশা থাকেই। এক দুই ওভারে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা আমরা স্পর্শ করতে পারব। আর এই ফরম্যাটে গেইল অলমোস্ট কিং।' 


গেইলের সার্বিক পরিসংখ্যান কিন্তু তাই বলে। বিশ্বের প্রায় সব টি-টুয়েন্টি ফরম্যাটেই নিজের জাত চিয়েছেন। বিপিএলের প্রথম আসর থেকেই তিনি পরিচিত মুখ। বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন  তিনি।


গত আসর থেকে খেলছেন রংপুরের হয়ে। গেইল তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৫৮ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ৭৫টি অর্ধশতক ও ২১টি শতকে করেছেন ১২ হাজার ৯৬ রান। এই ফরম্যাটে রান সংগ্রহের দিক দিয়ে তাঁর ধারে কাছেও নেই কেউ। তাই তাকে এই ফরম্যাটের অলমোস্ট কিং বলাই যায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball