মাশরাফির কাছেই হেরেছে কুমিল্লা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রংপুরের বিপক্ষে পাত্তাই পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফির তোপে দলটি অল আউট হয়েছে মাত্র ৬৩ রানে। রংপুর দলপতি একাই শিকার করেছেন ৪টি উইকেট। ৪ ওভারে ১১ রান দিয়ে তিনি সাজঘরে ফিরিয়েছেন তামিম, লুইস, ইমরুল ও স্মিথকে। যা তাঁর ক্যারিয়ার সেরা পরিসংখ্যান।
ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের পেসার আবু হায়দার রনির প্রশংসায় ভেসেছেন মাশরাফি। রনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাশরাফির অতিমানবীয় পারফর্মেন্সের কাছেই হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

'অবশ্যই মাশরাফি ভাইকে কৃতিত্ব দিতে হবে। তিনি অনেক ভালো বোলিং করেছেন। চমৎকার বোলিং করেছেন। আর আমি বলবো আমাদের একটি খারাপ দিন গেছে। তাই হয়তো আমরা জিততে পারিনি।'
পরের ম্যাচ জিতে ঘুরে দাঁড়াবে কুমিল্লা এমনটাই বিশ্বাস রনির। ৯ উইকেটের এই হারকে একটি বাজে দিন বলে আখ্যা দিয়েছেন ভিক্টোরিয়ান্সের এই পেসার। বাকি ম্যাচগুলোতে তাঁর দলে ভালো খেলবে বলে আত্মবিশ্বাসী তিনি।
'আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে হবে না। প্রফেশনাল ক্রিকেটে এভাবে চিন্তা করলে হবে না। সব ম্যাচেই আমাদের ভালো খেলতে হবে। এর মধ্যে খারাপ দিন ভালো দিন আছে। আজকে খারাপ গেছে, হয়ত পরের ম্যাচ জিতে আমরা ঘুরে দাঁড়াবো।'
বিপিএলের এবারের আসরের শুরু থেকেই আলোচনায় টুর্নামেন্টে স্লো এবং লো উইকেট। রংপুর-কুমিল্লার ম্যাচসহ বেশ কয়েকটি ম্যাচ হয়েছে লো স্কোরিং। তবে এই হারের কারণ হিসেবে উইকেটকে দায়ী করছেন না রনি।
'উইকেটের দোষ দিয়ে আসলে লাভ নেই। আমরা ব্যাটসম্যানরা হতো বাজে ভাবে আউট হয়েছি। আমি আগেই বলেছি মাশরাফি ভাই ভালো বোলিং করেছেন। আমরা ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারতাম তাহলে ১৩০ থেকে ১২০ হলেও এখানে চ্যালেঞ্জিং হতো। ওদের ৬৪ তাড়া করতে গিয়ে ১০ ওভারের মতো লেগেছে আমরা যদি ১২০-১৩০ করতে পারতাম তাহলে খুব চ্যালেঞ্জিং ম্যাচ হতো।'