promotional_ad

ম্যাচ জয়ের কৃতিত্ব পেসারদের দিলেন মাশরাফি

রংপুর রাইডার্স দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন রংপুরের দলপতি মাশরাফি বিন মর্তুজা। এই ম্যাচে ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট দখল করেছেন তিনি।


তাঁর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬৩ রানে গুটিয়ে গেছে কুমিল্লার ইনিংস। বিপিএলের ইতিহাসে যা চতুর্থ সর্বনিম্ন স্কোর। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচ সেরার পুরুষ্কারও জিতেছেন মাশরাফি। পুরষ্কার হাতে দলের পেসারদের কৃতিত্ব দিয়েছেন তিনি।


promotional_ad

'এটি একটি বড় ম্যাচ ছিল। আমাদের এই মোমেন্টামটা ধরে থাকতে হবে। টস জেতা দারুণ ছিল এবং ফাস্ট বোলাররা দারুণ করেছে। মিরপুরের উইকেটের ভবিষ্যদ্বাণী করতে পারবেন না। প্রথম ম্যাচের পর আমরা মনে করেছিলাম ব্যাটিং করা ভালো একটি অপশন হবে, কিন্তু আমরা এটাকে অন্যভাবে দেখেছি।'


আজকে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটস ১৯২ রানের বড় সংগ্রহ গড়েছিল। ফলে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের চি???্তা ছিল মাশরাফির। কারণ উইকেটে শিশির ছিল এবং বল ব্যাটে আসছিল।


কিন্তু সার্বিক দিক চিন্তা করে তিনি শেষ পর্যন্ত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সফলও হয়েছেন তাতে। এই ম্যাচে ৪ উইকেট নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন মাশরাফি। 


'শেষ ম্যাচে আমরা এখানে অনেক শিশির দেখেছি এবং বল ব্যাটে আসছিল। আমি ভাগ্যবান যে কয়েকটি উইকেট পেয়েছি। দলের সব বোলারই ঠিক জায়গায় বোলিং করেছে এবং হঠাৎই আমি উইকেট পেয়েছি। এটা দলীয় পারফর্মেন্স।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball