উইকেট আগের চেয়ে ভালো হয়েছেঃ আকরাম

ছবি: আকরাম খান

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টুয়েন্টি মানেই চার-ছয়ের খেলা। বিপিএলের আসরে সেটা অনেকটাই অনুপস্থিত। এর অন্যতম কারণ উইকেট। বিশেষ করে মিরপুরের উইকেটে রান তুলতে বেশ সংগ্রাম করতে হয় নামীদামী ব্যাটসম্যানদেরও। এবারের আসরের শুরু থেকেই বেশ কয়েকটি ম্যাচ হয়েছে লো স্কোরিং।
ফলে, উইকেট নিয়ে সমালোচনা চাউর হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার আকরাম খান মনে করেন আগের চেয়ে উইকেটের মান অনেক উন্নতি হয়েছে।

'যেটা হলো, আগের চেয়ে উইকেটটি আরও ভালো। গতবারের চেয়ে অনেক ভালো হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হল সেটি হলো যে আমরা যে আবহাওয়াতে খেলছি। আমাদের দিনে কিন্তু উইকেটটি শুষ্ক থাকে এবং বল গ্রিপ করছে বিধায় ব্যাটসম্যানেরা বেশি কমফোর্টেবল না। তবে রাতে যেহেতু শিশির থাকে এবং ক্লাসি উইকেট হয়ে যায় এবং ব্যাটসম্যানদের ফরে হয়ে যায় এই কারণে আমরা রানটি বেশি দেখছি।'
দিনের ম্যাচগুলোতে রান কম হলেও রাতের ম্যাচগুলোতে বড় রান হচ্ছে। দিনে এবং রাতে উইকেটের দুইরকম আচরণের কারণে ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি।
বিদেশী ক্রিকেটাররা এরই মধ্যে বাংলাদেশের আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে দারুণ পারফর্মেন্স করছেন। স্থানীয় ক্রিকেটাররাও দ্রুত বড় সংগ্রহ গড়তে পারবেন বলে বিশ্বাস আকরামের।
'তবে এখানেও কিন্তু ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তন করতে হবে কারণ রাত্রে কিন্তু আপনার একধরনের অ্যাটিটিউড নিয়ে খেলতে হবে আবার দিনে আরেক ধরনের অ্যাটিটিউড নিয়ে খেলতে হবে। আর এখানে যেহেতু বিদেশীরা পারফর্ম করছে আপনার ইনশাল্লাহ স্থানীয়রাও করবে। এর জন্য উইকেটটি পড়তে হবে। যেহেতু এই সিজনটি শীতের এবং কুয়াশা পরে বিধায় আপনার উইকেটের পরিবর্তনটি চোখে পড়ছে।'