সামর্থ্য প্রমাণের অপেক্ষায় হৃদয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলছেন তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তাঁর বিপিএল অভিষেক হয়েছে। তবে অভিষেক ম্যাচেই সমালোচিত হয়েছেন তিনি।
সিলেটের প্রথম উইকেট পতনের পর উইকেটে আসেন হৃদয়। শুরু থেকেই দেখে শুনে খেলছিলেন তিনি। তবে, পঞ্চম ওভারে তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে সাজঘরে ফেরেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বোলার ছিলেন কুমিল্লার পাকিস্তানী অলরাউন্ডার শোয়েব মালিক। মালিকের অফস্পিনে কব্জির মোচড়ে স্কোয়ার লেগ আর মিড উইকেটের মাঝামাঝি ঘুরিয়েছেন তৌহিদ হৃদয়। তিনি নিজে অবশ্য রান নেবার এতটুকু চেষ্টা করেননি।

কব্জির মোচড়ে ঘুরিয়ে পপিং ক্রিজেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সিলেট দলপতি ডেভিড ওয়ার্নার রান নেয়ার জন্য ননস্ট্রাইক এন্ড থেকে দৌড়ে ব্যাটিং এন্ডে চলে আসেন। কিন্তু তৌহিদ হৃদয় ঠায় দাঁড়িয়ে থাকেন মূর্তির মত।
অনেক সময় দেখা যায় সিনিয়র ক্রিকেটারকে ব্যাট করার সুযোগ করে দিতে নিজের উইকেট বিসর্জন দিতে। তবে হৃদয় এর ব্যতিক্রম। অধিনায়ক ফেরার পর, নিজেও বড় কিছু করতে পারেননি অভিষেক ম্যাচে ২৪ বল খেলে স্রোতের বিপরীতে করেছেন মাত্র ৮ রান।
অবশ্য বয়স ভিত্তিক ক্রিকেটে ব্যাট হাতে নজরকাড়া পারফর্মেন্স রয়েছে তাঁর। লিস্ট এ ক্রিকেটেও তাঁর রেকর্ড দারুণ। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে খেলেছেন তিনি। মাঠ মাতিয়েছেন সাইনপুকুরের হয়ে।
দলটির হয়ে পুরো লিগ জুড়েই রানের মধ্যে ছিলেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসমান। সাইনপুকুরের হয়ে ১১ ম্যাচে ৫৮.২৫ গড়ে তৌহিদ হৃদয় করেছে ৪৬৬ রান, যার মধ্যে রয়েছে ১ টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি, স্ট্রাইক রেটও ছিলো সমীহ করার মত (৯০.৮৩)।
প্রথম ম্যাচের বিতর্ক ও বাজে পারফর্মেন্স পিছনে ফেলে। বিপিএলের বাকি ম্যাচগুলোতে দারুণ পারফর্মেন্স করার সুযোগ রয়েছে তাঁর। তাঁর পরিসংখ্যানই বলছে সেই সামর্থ্য আছে তরুণ এই টাইগার ব্যাটসম্যানের।