জুটি গড়ার লক্ষ্য ছিল রুশোর

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রবি বোপারার সঙ্গে শতরানের জুটিতে রংপুর রাইডার্সকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন রাইলি রুশো। সেই রান পুঁজি করেই রংপুর নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে হারিয়েছে ৮ রানের ব্যবধানে।
ম্যাচ শেষে রুশো জানিয়েছেন তাঁর লক্ষ্য ছিল জুটি গড়া। একসময় ১৪০ রান করাও যথেষ্ঠ মনে হচ্ছিল তাঁর কাছে। কিছু জুটি গড়তে পারায় দলের সংগ্রহ বড় হয়েছে বলে জানিয়েছেন রুশো।

'এই কন্ডিশনে আমি সময় নিতে চেয়েছিলাম। আমি অনেক সময় নিয়েছি, চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত থাকার। দ্বিতীয় কিংবা তৃতীয় ওভারে আমি অন্য ব্যাটসম্যানের সাথে আলোচনা করছিলাম ১৪০ ভালো একটি লক্ষ্য হবে। কারণ এখানে খেলা অনেক কঠিন ছিল। আমরা সময় নিয়ে খেলতে চেয়েছিলাম। লক্ষ্য ছিল জুটি গড়া। তাহলে খেলাটা সহজ হয়ে যায়। একসময় ১৪০ হয়ে যায় ১৫০, ১৫০ হয়ে যায় ১৬০। ১৭০ অনেক ভালো সংগ্রহ।'
৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া রংপুরকে সামনে থেকে পথ দেখিয়েছেন রুশো-বোপারা। শুরুতে সাবধানী থাকলেও শেষের দিকে খুলনার বোলারদের উপর চড়াও হয়ে খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন তারা।
রুশো তাঁর সাবেক দলের বিপক্ষে ৩৮ বলে ৪২ রান করেছেন। এবারই প্রথম বিপিএলে খেলতে আসা আলিকে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ৪০ বলে তুলে নেন ফিফটি। দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ বলে ৮ চার ও দুই ছক্কায় ৭৬ রানে।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে রুশোর সঙ্গে ৬১ বলে ১০৪ রানের জুটি উপহার দেওয়া বোপারা করেন ৪০ রান। বোপারা মাত্র ২৯ বলে এই দানবীয় ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসটি গড়া ছিল তিন চার আর এক ছক্কায়।