রুশো-বোপারাকে কৃতিত্ব দিলেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ রানের নাটকীয় জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গত ম্যাচে ৯৮ রানে অল আউট হয়ে যাওয়া দলটি এই ম্যাচে ১৬৯ রান করে দাপুটে জয় তুলে নিয়েছে।
ম্যাচ শেষে দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বড় সংগ্রহের কৃতিত্ব দিয়েছেন দুই বিদেশী ব্যাটসম্যান রাইলি রুশো ও রবি বোপারাকে। তাছাড়া ডেথ ওভারে দারুণ বোলিংয়ের জন্য প্রশংসায় ভাসিয়েছেন শফিউল ও ফরহাদ রেজাকে।

'আমি মনে করি অনেক বেশি শিশির ছিল। তাই দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমরা কখনও ভাবিনি আমরা ১৭০ রান করব। কিন্তু রবি ও রাইলি সত্যিই ভালো খেলেছে। আমার এখনও কিছু ইনজুরি রয়েছে। স্টার্লিং ভালো খেলেছে। ডেথ ওভারে রেজা ও শফিউল আসলেই ভালো বোলিং করেছে।'
৬৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা রংপুরের ইনিংস মেরামত করেছেন মূলত রুশো ও বোপারা। ইনিংসের আদ্যোপান্ত ব্যাটিং করে ৭৬ রান করেছেন রুশো। তার এই ইনিংসটি ৮ চার ও ২ ছক্কায় সাজানো।
রুশোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বোপারা। ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় তার ৪০ রানের ইনিংসটি রংপুরকে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রেখেছে।
এদিকে, ম্যাচের শেষ ওভারে ২০ রানের প্রয়োজন ছিল খুলনার কিন্তু ফরহাদ রেজার দুর্দান্ত বোলিংয়ে ব্র্যাথওয়েট-জহুরুলরা মাত্র ১১ রান নিতে সক্ষম হন ফলে ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।