নখ কামড়ানো ম্যাচ জিতল রংপুর

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
রংপুর রাইডার্সঃ ১৬৯/৩ (২০ ওভার)
(রুশো ৭৬*, বোপারা ৪০*; জহির ১/৩০)
খুলনা টাইটান্সঃ ১৬১/৫ (২০ ওভার)
(স্টার্লিং ৬১, জুনায়েদ ৩৩; শরিফুল ২/৪৪)
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৩ উইকেটের হারের পর এই জয় দারুণ স্বস্তি যোগাবে রংপুর শিবিরে।

রংপুরের দেয়া ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬১ রানে থেমেছে খুলনার ইনিংস। বড় লক্ষ্যের জবাবে খেলতে নেমে শুরু থেকেই দেখেশুনে শুরু করেন টাইটান্সের দুই ওপেনার পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দিকী। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৬১ রান সংগ্রহ করে খুলনা। যার মুষ্টিমেয় রানই আসে স্টার্লিংয়ের ব্যাট থেকে।
জুনায়েদ ৩০ বলে ৩৩ রান করে হাওয়েলের বলে আউট হন। এর মধ্যে দিয়ে জুনায়েদ-স্টার্লিংয়ের জুটি ভাঙে ৯০ রানে। তৃতীয় উইকেটে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি শান্ত। তিনি মাত্র ২ বলে ১ রান করে আউট হয়েছেন শফিউলের বলে বোল্ড হয়ে।
৩৮ বলে অর্ধশতক তুলে নেয়া স্টার্লিং ৬১ রান করে রংপুর দলপতি মাশরাফির বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলের রান বাড়াতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ ও আরিফুল। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের চাপে রাখেন রংপুরের বোলাররা।
মাহমুদুল্লাহ রিয়াদ ১৭ বলে ২৪ রান করে ফরহাদ রেজার বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর পরই ১২ রান করে শফিউল ইসলামের বলে উইকেটরক্ষক মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। মূলত এই দুজন ফেরার পরই ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা।
শেষ ওভারে ২০ রানের দরকার থাকলেও তা নিতে ব্যর্থ হয়েছেন রংপুরের দুই ব্যাটসম্যান জহুরুল ও ব্র্যাথওয়েট। এই দুই ব্যাটসম্যান দিতে পেরেছেন কেবল ১১ রান। জহুরুল ১২ ও ব্র্যাথওয়েট ৬ রান করে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়েছেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংসের শুরু থেকেই দেখেশুনে খেলেছেন দুই ওপেনার মেহেদি মারুফ এবং রাইলি রুশো।
কিন্তু আলী খানের চতুর্থ ওভারের তৃতীয় বলে ফিরে যান মেহেদি(৫)। চতুর্থ ওভারে মেহেদির উইকেট গেলেও রুশো এবং অ্যালেক্স হেলস জুটির কল্যাণে পাওয়ার প্লে'তে এক উইকেটে ৪২ রান তুলেছে রংপুর।
কিন্তু পাওয়ার প্লে'র পরে সপ্তম ওভারের প্রথম বলেই একটি চার ও একটি ছক্কায় নয় বলে ১৫ রান করা হেলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেছেন খুলনা টাইটান্সের আফগান স্পিনার জহির খান।
তারপরে উইকেটে এসেই ওপেনার রাইলি রুশোর সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু দশম ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের বলে উইকেটরক্ষক জহুরুল ইসলামকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তিনটি চারে ১৭ বলে ১৯ রান করে ফেরেন মিঠুন।
উইকেটে দীর্ঘক্ষণ থাকার পরে ১৬তম ওভারে এসে হাত খুলেছেন রুশো। ধীর গতিতে এগিয়ে যাওয়া রুশো চড়াও হন আলীর উপর। টানা দুটি ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি তুলে নিয়েছেন তিনি।
তার আগে এই দুজনের জুটিতে দলীয় শতকের দেখা পেয়েছে রংপুর। রুশোর সঙ্গে সমানতালে এগিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন রবি বোপারা।
দুজনে মিলে গড়েছেন ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটিতেই চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে রংপুর। রুশো করেন আটটি চার ও দুটি ছক্কায় ৫২ বলে ৭৬* রান। বোপারা করেন তিনটি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৪০* রান।
খুলনা টাইটান্স একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, পল স্টার্লিং, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, আলী খান, জহির খান।
রংপুর রাইডার্স একাদশঃ অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।