ঢাকার বুকে আফগান মরুর ঝড়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের মরু অঞ্চলে জন্ম নেয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাই আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন। ২০ বছর বয়সী এই আফগান বাঁহাতি আফগানিস্তান প্রিমিয়ার লিগে কদিন আগেই ৬ বলে ৬ ছক্কা মেরে আলোচনায় এসেছিলেন।
তাঁর ঝড়ো ব্যাটিংয়ের সামর্থ্যের কথা জেনেই তাকে দলে টেনেছে ঢাকা ডায়নামাইটস। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই তাণ্ডব চালিয়েছেন তিনি।

তাঁর কল্যাণে আফগান মরুর ঝড়ের কিছুটা দেখা গেছে মিরপুরের আকাশে। চার-ছয়ের বন্যা বইয়ে মাত্র ২২ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৪১ বল খেলে ৭৮ রান করে আউট হয়েছেন।
তাঁর ইনিংসটি সাজানো ছিল ৭টি বিশাল ছক্কা ও ৪টি চারে। বাউন্ডারির সংখ্যা দেখেই তাঁর ঝড়ো ব্যাটিংয়ে আঁচ করা যায়। ওপেনিংয়ে নেমে সুনীল নারিনকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েছেন।
মূলত এই জুটিই রাজশাহীকে ম্যাচ থেকে ছিটকে দেয়। জাজাইয়ের ৭৮ রানের পর সুনীল নারিনের ৩৮ ও শুভাগতর সমান সংখ্যক রানে ১৮৯ সংগ্রহ পায় গত আসরের রানার্সআপ ঢাকা ডায়নামাইটস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকলে দলটি অল আউট হয় ১০৬ রানে। ফলে ৮৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। দলের জয়ে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন সেই জাজাই।