promotional_ad

দল হিসেবে পারফর্ম করতে চায় খুলনা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে চার নম্বরে থেকে আসর শেষ করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স। এবার দলটির লক্ষ্য চ্যাম্পিয়নশীপ। নতুন আসরকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাইছে দলটি।


সংবাদ মাধ্যমের সাথে সম্প্রতি আলাপকালে একথা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবগুলো ম্যাচে সেরা প্রচেষ্টা দেয়ার চেষ্টা করবে তাঁর দল এমনটাই বিশ্বাস এই অলরুন্ডারের। এবারের আসরে দল হিসেবে পারফর্ম করতে চায় খুলনা।


'সব কিছু ভালোই যাচ্ছে। তারপরও নতুন সিজন। সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়নশিপের। আমরা সেটার জন্যই খেলব ইন শা আল্লাহ। আমাদের দলটা বোথ সাইডেই খুব ব্যালেন্স আছে। আমার মনে হয় প্রতিটা অধিনায়কই বলবে তাদের দল বেস্ট।  তবে দিন শেষে মাঠে কেমন পারফর্ম করছি, বেস্ট প্রচেষ্টা  দিচ্ছি কিনা সেটা একটা বিষয়। আশা করি আমরা আমাদের সবগুলো ম্যাচে বেস্ট এফোর্ডটা দেয়ার চেষ্টা করব।'


promotional_ad

এবারের আসরকে সামনে রেখে দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়েছে খুলনা। লাসিথ মালিঙ্গার সাথে বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে এ দলে আছেন দেশীয় পেসার শরীফুল ইসলাম, শুভাশীষ রায়।


তাছাড়া, স্পিন বিভাগ সামাল দিতে আছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ এবং বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাদের নিয়ে দল হিসেবে পারফর্ম করাই লক্ষ্য মাহমুদুল্লাহর।


'আমি মনে করি আমাদের বোলিং আক্রমণে বেশ ভ্যারাইটি আছে। আমাদের দলে চায়নাম্যান, লেগ স্পিনার, লেফট আর্ম স্পিনার আছে। আমাদের কুইক ফাস্ট বোলার আছে। লাসিথ মালিঙ্গা অনেক অভিজ্ঞ একজন বোলার। ব্যাটিং সাইডে আমাদের বেশ ভালো কয়েকজন ক্রিকেটার আছে, যেমন মালান, টেইলর। লোকাল কিছু ভালো ক্রিকেটার আছে। এখন দল হিসেবে কেমন পারফর্ম করি সেটাই দেখার বিষয়।'


খুব বেশি তারকা খচিত খেলোয়াড় না থাকলেও এই দলটি তিন বিভাগেই কার্যকরী পারফর্মেন্স দিতে পারে বলে বিশ্বাস মাহমুদুল্লাহর। গত আসরের মতো এবারও দল হিসেবে পারফর্ম করতে চায় খুলনা।


'কাগজে কলমে হয়তো আমাদের ওইরকম সুপারস্টার নেই। তবে দলে খুব ইউজফুল প্লেয়ার আছে, যারা তিন বিভাগেই কার্যকরী। আমাদের দল হয়ে খেলতে হবে। গত বছর আমরা এই জিনিসটাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই বছরও সেই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। ওই পরিবেশটা তৈরি করার চেষ্টা করব, যেন আমরা সেরা প্রচেষ্টা দিতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball