জাজাইয়ের ব্যাটে ঝড়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডায়নামাইটসঃ ৪৫/০ (৪ ওভার)
নারিন ৯, জাজাই ২৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠেছে আজ। দিনের দ্বিতীয় খেলায় মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলছে রাজশাহী কিংস।ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিংস অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ঢাকার দারুণ শুরুঃ
টসে হেরে ব্যাটিংয়ে নামেন ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার সুনীল নারিন ও হযরতউল্লাহ জাজাই। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় ঢাকা। শুরু থেকে দেখে শুনে খেললেও মিরাজের করা তৃতীয় ওভারে চড়াও হন জাজাই।
সেই ওভারে তিনি তিন ছক্কায় তোলেন ২১ রান।
রাজশাহী কিংস স্কোয়াডঃ মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, ইসুরু উদানা, লরি এভান্স, কায়েস আহমেদ , ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, মোহাম্মদ হাফিজ।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ সাকিব আল হাসান, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।