promotional_ad

চ্যালেঞ্জের অপেক্ষায় পল স্টারলিং

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দেরিতে হলেও এবারের বিপিএলে খেলার সুযোগ মিলেছে আইরিশ ব্যাটসম্যান পল স্টারলিংয়ের। খুলনা টাইটান্সের হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার অপেক্ষা করছেন তিনি। 


এ নিয়ে দুইবার বিপিএল খেলতে আসা স্টারলিং এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, 



promotional_ad

'এবারই প্রথম বার নয়, এ নিয়ে সম্ভবত চার বা পাঁচ বার আমি বাংলাদেশে এসেছি। ২০১৩ সালের বিপিএলে আমি খেলেছি। তাই ফিরতে পেরে ভালো লাগছে। চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।'


একইসঙ্গে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানান তিনি; 'আসুন এবং আমাদের সমর্থন করুন। শের-ই-বাংলা স্টেডিয়ামসহ অন্যান্য স্টেডিয়ামগুলোতে। আশা করছি আমরা জিততে পারব।'


উল্লেখ্য, ২০১৩ সালে সিলেট রয়্যালসের হয়ে বিপিএলেও খেলেছিলেন স্টারলিং। অনেক বড় তারকাদের ভীড়ে সেবার সেরা দশ রান সংগ্রাহকের ভিড়েও ছিলেন তিনি। 



কিন্তু তারপরের আসরগুলোতে কেন সুযোগ হয়নি স্টারলিংয়ের, সেটা বিস্ময়কর বিষয় বলা যায়। এবারের বিপিএলেও প্রথমে ডাক পাননি তিনি। তবে ড্রাফটের বাইরে একজন করে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ থাকায় তাঁকে দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball