অভিজ্ঞ সাকিবের বিপক্ষে অভিষেক অধিনায়ক মিরাজের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠছে শনিবার। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিটে।
এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একদিন আগেই দলটি তাকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে।
তাছাড়া, গত কয়েক আসরের মতো এবারের আসরেও ঢাকা ডায়নামাইটসের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। শক্তিমত্তার বিচারে ঢাকা ডায়নামাইটের থেকে অনেকটাই পিছিয়ে রাজশাহী কিংস। রাজশাহী বরাবরই স্থানীয় ক্রিকেটারদের উপর ভরসা রাখে।
এবারও তাদের বড় ভরসা দেশি তারকাদের উপর। সৌম্য সরকার, জাকির হাসান, মমিনুল হক, মুস্তাফিজুর রহমানের মত ক্রিকেটাররা দলে আছেন রাজশাহীর শক্তি বাড়ানো জন্য। সঙ্গে শাহরিয়ার নাফিসের মতো অভিজ্ঞদের অন্তর্ভূক্তি দারুণ ভারসাম্য তৈরি করবে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে লঙ্কান তারকা ইসুরু উদানা এবং পাকিস্তানের মোহাম্মদ সামি বোলিং বিভাগের শক্তি বাড়াবেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে। গত আসরে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করা রাজশাহী নতুন অধিনায়কের অধীনে ঘুরে দাঁড়াতে চাইবে।
অন্যদিকে, দেশি বিদেশী ক্রিকেটারের সমন্বয়ে এবারও তারকাবহুল দল গড়েছে ঢাকা। দলপতি সাকিব আল হাসানের সাথে আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারিনরা এবার গত আসরের রানার্সআপদের পারফর্মেন্সে বড় ভূমিকা রাখবেন।
নজর থাকবে যাদের উপরঃ
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস): টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসের বড় শক্তি। ব্যাটে-বলে পারফর্মেন্সের সাথে তাঁর চৌকশ অধিনায়কত্ব যেকোনো দলের জন্যই বিশেষ কিছু।
মেহেদী হাসান মিরাজ (রাজশাহী কিংস): আন্তর্জাতিক আঙিনায় নিজেকে অলরাউন্ডার হিসেবে মেলে ধরেছেন মেহেদী হাসান মিরাজ। এবার তাকে অধিনায়ক হিসেবেও দেখা যাবে। ফলে, দলের জন্য আরও বেশি অবদান রাখার সুযোগ রয়েছে তাঁর।
উইকেটঃ বিপিএলের এবারের আসর শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উইকেট। আসরটিকে জমিয়ে তুলতে ব্যাটিং সহায়ক উইকেটের কথা ভাবছেন আয়োজকরা। গত বেশ কয়েকটি আসরে বোলিং বান্ধব উইকেট বানিয়ে ব্যপক সমালোচনার জন্ম দিয়েছিলেন বিপিএল কতৃপক্ষ।
রাজশাহী কিংস স্কোয়াডঃ মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি এবং শাহরিয়ার নাফিস, ইসুরু উদানা, লরি এভান্স, কায়েস আহমেদ , ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি ও মোহাম্মদ হাফিজ।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ সাকিব আল হাসান, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।