promotional_ad

হ্যারিকেন্সের জয়রথ চলছেই

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগব্যাশ লীগে সিডনি সিক্সার্সকে পাঁচ উইকেটে হারিয়ে আসরে নিজেদের টানা পঞ্চম জয় তুলে নিয়েছে টেবিলের শীর্ষস্থানে থাকা হোবার্ট হ্যারিকেন্স। দলীয় নৈপুণ্যে ব্যাটে বলে সমান তালে পারফর্ম করেই জয় নিশ্চিত করেছে দলটি।


টসে হেরে আগে ব্যাট করা সিডনি এদিনে করেছে বিশ ওভারে আট উইকেট হারিয়ে ১৬১ রান। জবাবে এক বল বাকী থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট হ্যারিকেন্স।


চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরুতে অধিনায়ক ম্যাথু ওয়েড (১৫) ফিরলেও রানের চাকা সচল রাখেন ডা'রসি শর্ট এবং অ্যালেক্স ডুলান। দুজনে মিলে ৫২ রানের জুটিও গড়েন।



promotional_ad

ডুলান ফিরে যান ২৩ বলে ২৬ রান করে। এরপরে একক নৈপুণ্যে রান বাড়াতে থাকেন শর্ট। শন অ্যাবটের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৪২ বল খেলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬৪ রান করেন তিনি।


এরপরে জর্জ বেইলির ১৭ বলে দুই চার ও দুই ছক্কায় ৩০ রান, বেন ম্যাকডারমটের ১০ ও সিমন মিলেঙ্কোর ১২* রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে হ্যারিকেন্সরা।


সিক্সার্সের হয়ে এদিনে ২৯ রান খরচায় দুই উইকেট নিয়েছেন শন অ্যাবট। এর আগে ব্যাট করতে নেমে ড্যানিয়েল হিউজেস এবং অধিনায়ক ময়েসিস হেনরিকসের দৃঢ়তায় চ্যালেঞ্জিং লক্ষ্যই পেয়েছিলো সিক্সার্সরা।


হিউজেস করেন ৪০ বলে পাঁচটি চার ও দুটি ছক্কা যোগে ৬১ রান। রান আউট হওয়ার আগে একটি চার ও একটি ছক্কায় হেনরিকস করেন ২৪ বল খেলে ৩১ রান। 



শেষদিকে টম কারান তিনটি চারে ১৪ বলে ১৯ করে ফেরেছেন। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জেমস ফকনার এবং জোহান বোথা। 


সংক্ষিপ্ত স্কোরঃ-


সিডনি সিক্সার্সঃ ১৬১/৮ (২০ ওভার)
(হিউজেস ৬১, হেনরিকস ৩১; বোথা ৩/২২ ,ফকনার ৩/৩৬)
হোবার্ট হ্যারিকেন্সঃ ১৬২/৫ (১৯.৫ ওভার)
(শর্ট ৬৪, বেইলি ৩০; অ্যাবট ২/২৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball