মুখোমুখি লড়াইয়ে মাশরাফি ও মুশফিক

ছবি: মাশরাফি ও মুশফিক

|| ডেস্ক রিপোর্ট ||
গত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিলো চিটাগাং ভাইকিংস দলটি। এবারের বিপিএলে তাই ভাগ্য বদলের প্রত্যাশা নিয়েই খেলবে তারা। আগামীকাল বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচেই সেই মিশনে নামতে যাচ্ছে ভাইকিংসরা।
উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহিমের দলটির প্রতিপক্ষ থাকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এবারের বিপিএলে বিদেশি তারকাদের নেয়ার দিক থেকে ভাইকিংসদের থেকে এগিয়ে আছে মাশরাফি বিন মর্তুজার রংপুর।
দলটিতে রয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারাদের মতো টি টুয়েন্টি স্পেশালিষ্টরা। অপরদিকে ভাইকিংসদের দলটিতে উল্লেখযোগ্য বিদেশিদের মধ্যে শুরু রয়েছেন লুক রঙ্কি, সিকান্দার রাজা, মোহাম্মদ শাহজাদরা।
অবশ্য ভাইকিংসদের জন্য সুখবর হলো এখন পর্যন্ত রংপুর শিবিরে যোগ দেননি গেইল, ডি ভিলিয়ার্সরা। ধারণা করা যাচ্ছে আগামীকালই দেশে পা রাখবেন ক্যারিবিয়ান গেইল। সেক্ষেত্রে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। আর দক্ষিণ আফ্রিকান তারকা ডি ভিলিয়ার্সকে শেষের দিকের ম্যাচগুলোতে পাবে রংপুর।
তবে বিদেশিদের সংখ্যায় চিটাগাং ভাইকিংস পিছিয়ে থাকলেও দেশীয় ক্রিকেটারদের ওপরই বেশি আস্থা রাখবে তাঁরা। অভিজ্ঞ টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম সহ মোসাদ্দেক হোসেন, সাদমান হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইয়াসির আলির মতো তরুণরা জ্বলে উঠতে পারলে জয় ছিনিয়ে আনা অসম্ভব কিছু হবে না তাদের পক্ষে।

পিচ এবং কন্ডিশনঃ
বিপিএলের প্রথম ম্যাচের উইকেট অনেকটা ব্যাটিং সহায়ক হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। সেক্ষেত্রে শুরুতে ব্যাটিং করা দল সুবিধা পাবে বেশি।
চোখ থাকবে যাদের ওপরঃ
মাশরাফি বিন মর্তুজাঃ (রাইডার্স)
গতবার রংপুরকে শিরোপা এনে দেয়া মাশরাফি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার সপ্তমে। ৬.৭৪ ইকোনমি রেটে বোলিং করে ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। শুধু বল হাতেই নয়, সামনে থেকে নেতৃত্ব দিয়ে হারতে থাকা দলকে উঠিয়ে নিয়ে আসেন নড়াইল এক্সপ্রেস। সদ্য রাজনীতিতে যোগ দেয়া মাশরাফির প্রতি এবারও নজর থাকবে সকলের।
লুক রঙ্কিঃ (ভাইকিংস)
চিটাগাং ভাইকিংসের এই কিউই রিক্রুট গত বিপিএল আসরে ছিলেন সপ্তম সেরা রান সংগ্রাহক। ভাইকিংসদের জার্সিতে মোট ১১টি ম্যাচ খেলে ৩২১ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিলো ১৬৯.৮৪। হাঁকিয়েছিলেন ২টি অর্ধশতক। গতবারের মতো এবারের আসরেও রঙ্কির ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভাইকিংসরা।
রংপুর রাইডার্সঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।
চিটাগাং ভাইকিংসঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম, লুক রঙ্কি, সিকান্দার রাজা, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রিলিঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শানাকা।