রেনেগেডসকে পাত্তাই দিলো না স্ট্রাইকার্সরা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগব্যাশ লীগে মেলবোর্ন রেনেগেডসকে ৩২ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। এই হারে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে রয়ে গেল রেনেগেডস।
টসে হেরে ব্যাট করতে নামা অ্যাডিলেড স্ট্রাইকার্স জ্যাক ওয়েদারাল্ডের ৭১ রানের সৌজন্যে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে ১৫৮ রান করে থেমেছে।
শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন ওয়েদারাল্ড। ৪৪ বলে তাঁর ৭১ রানের ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছয়ের মার।

দলীয় ১০৪ রানে ওয়েদারাল্ড ফিরে যাওয়ার পরে জনাথন ওয়েলস (২২), মাইকেল নেসার (১৩) ও রশিদ খানের (২১) ইনিংসে সম্মানজনক রান করে স্ট্রাইকার্সরা।
চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রেনেগেডস। ৫১ রানে ছয় উইকেট হারানো দলটি বিউ ওয়েবস্টারের (৩৩) আস্থা খুঁজে পায়।
কিন্তু শেষরক্ষা হয়নি তাতে। দ্রুত উইকেট পতনের খেসারত দিয়েছে দলটি, শেষমেশ থেমেছে নয় উইকেট হারিয়ে ১২৬ রানে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান পেয়েছেন জ্যাক উইল্ডারমুথ।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বল করা ছয় বোলারই পেয়েছেন উইকেটের দেখা। লিয়াম ও'কনর, মাইকেল নেসার, বিলি স্ট্যানলেক পেয়েছেন দুটি করে উইকেট। বেন লাফলিন, রশিদ খান ও কলিন ইনগ্রামরা পেয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ-
অ্যাডিলেড স্ট্রাইকার্সঃ ১৫৮/৬ (২০ ওভার)
(ওয়েদারাল্ড ৭১; বয়েস ২/১৬)
মেলবোর্ন রেনেগেডসঃ ১২৬/৯ (২০ ওভার)
(ওয়েবস্টার ৩৩; নেসার ২/১০, ও'কনর ২/২১, স্ট্যানলেক ২/২৭)