রেনেগেডসের মুখোমুখি রশিদরা

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৮তম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে মাঠে নামছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। গিলং ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়।


দুই দলই ৪টি করে ম্যাচ খেলেছে। দুই দলই ২টি করে ম্যাচে জয় পেয়েছে। ৮ দলের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে আছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। আর ৬ নম্বরে আছে মেলবোর্ন রেনেগেডস। মূলত রান রেটের ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে পিছিয়ে রেনেগেডস।


promotional_ad

দলটি টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছিল। তবে সবশেষ দুই ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়েছে। মেলবোর্ন ডার্বিতে তারা চিরপ্রতিদ্বন্দ্বী মেলবোর্ন স্টার্সের বিপক্ষে হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।


এদিকে, এই মাঠেই গত আসরে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জয়ের স্মৃতি আছে রেনেগেডসের। তাছাড়া, দুই দলের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের জয়ের পাল্লাই ভারি।


দুই দল এখন পর্যন্ত মোট ৯টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৫ ম্যাচ জয় পেয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। বাকি ৪ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেলবোর্ন রেনেগেডস। এই ম্যাচের আগে পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা নিতে পারে তারকাবহুল অ্যাডিলেড।


মেলবোর্ন রেনেগেডস (সম্ভাব্য একাদশ): টম কুপার (অধিনায়ক), মোহাম্মদ নবী, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জ্যাক ওয়াইল্ডারমুথ, ক্যামেরন বয়েস, কেন রিচার্ডসন, উসমান খান, স্যাম হারপার, টিম লুডেম্যান (উইকেটরক্ষক), ক্যামেরন হোয়াইট এবং ম্যাকেনজি হার্ভে।


অ্যাডিলেড স্ট্রাইকার্স (সম্ভাব্য একাদশ): কলিন ইনগ্রাম (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জেক ওয়েদারল্ড, ম্যাথু শর্ট, জনাথন ওয়েলস, জেক লেহম্যান, মাইকেল নেশার, রশিদ খান, ক্যামেরন ভ্যালেন্টে, বেন লাফলিন এবং বিলি স্ট্যানলেক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball