আইপিএল 'দুশ্চিন্তায়' ডু প্লেসিস

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী মে মাসের ৩০ তারিখ ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর ১৯ই মে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। ওয়ানডে বিশ্বকাপের আগে আইপিএল থাকাতেই কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
মূলত দলের বোলারদের ঘিরেই তাঁর দুশ্চিন্তা। ২৯ই মার্চ শুরু হওয়া আইপিএলে লম্বা সময়ে খেলার পরে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ কিভাবে খেলবেন প্রোটিয়া বোলাররা, এটাই ভাবাচ্ছে তাঁকে।

আবার আইপিএলে ইনজুরিতে পড়লে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হতে পারেন যে কেউ, এটা নিয়েও সংশয় আছে ডু প্লেসিসের। বুধবার দিন জানান,
'আইপিএল নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছেই। এটা বিশ্বকাপের ঠিক আগেই। আপনি চাইবেন না বিশ্বকাপের ঠিক আগেই আপনার কোনো বোলার ইনজুরিতে পড়ুক।
'এটা নিয়েই আমরা চিন্তা করছি। এমন অবস্থায় নিজেদের সেরা আমরা কিভাবে খেলব, সেটা নিয়েও ভাবছি। স্টেইন-রাবাদা বা অন্যান্য বোলাররা এসময় একটানা কিভাবে খেলেন, কতটুকু ভারসাম্য বজায় রাখতে পারেন এটা অবশ্যই ভাবনার বিষয়।'
পূর্বের চুক্তি অনুযায়ী আইপিএলে চেন্নাই সুপার কিংসে ডু প্লেসিসের সঙ্গে খেলবেন তাঁর জাতীয় দলের দুই বোলার লুঙ্গি এনগিদি এবং ইমরান তাহির। একইভাবে ক্রিস মরিস এবং কাগিসো রাবাদাও খেলবেন দিল্লী ক্যাপিটালস দলে।
অনরিচ নর্তজে খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। এবারের নিলামে তাঁকে কিনেছে শাহরুখের দল। নিলামে ডেল স্টেইন কোন দল পাননি, তবে শেষ মুহূর্তে কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে তাঁর বদলে স্টেইনকে দলে ভেড়াতে পারবে যেকোনো ফ্র্যাঞ্চাইজি।