promotional_ad

বিপিএলের টিকেট বিক্রি শুরু বৃহস্পতিবার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠছে আগামী ৫ জানুয়ারি। বিপিএলের এবারের আসরের টিকেট বিক্রি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের আসন্ন আসরের টিকেটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি।


মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত এ দুটি বুথে পাওয়া যাবে ঢাকা পর্বের টিকেট।


promotional_ad

তাছাড়া, ইউক্যাশের পাশাপাশি গতবারের মতো এবারও বিপিএলের টিকিট পাওয়া যাবে সহজ ডট কমে। ঢাকার প্রথম পর্বের টিকেট পাওয়া যাবে ৩ জানুয়ারি থেকে। আর দ্বিতীয় পর্বের টিকেট মিলবে ২০ জানুয়ারি থেকে।


তৃতীয় ও শেষ পর্বের টিকেট পাওয়া যাবে ৩১ জানুয়ারি থেকে। এছাড়া সিলেট পর্বের টিকেট পাওয়া যাবে ১৪ জানুয়ারি থেকে। সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট আন্ত??্জাতিক স্টেডয়ামের বুথে মিলবে টিকেট।


চট্টগ্রাম পর্বের টিকেট পাওয়া যাবে ২৪ জানুয়ারি থেকে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকেট। মূল্য তালিকা অনুযায়ী গ্রুপ পর্বের খেলাগুলোতে সাধারণ গ্যালারির টিকেটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।


গ্যালারি (শেড) ৩০০, ক্লাব হাউজ ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা করে। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতির ম্যাচগুলোর টিকিট মূল্যতালিকা প্রকাশ করলেও, এলিমিনেটরের পাশাপাশি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করেনি বিসিবি।


প্রথম রাউন্ড শেষে বাকি ম্যাচগুলোর টিকেটের মূল্য তালিকা প্রকাশ করবে বিসিবি। এদিকে, বিপিএলের এবারের আসর মোট পাঁচ পর্বে অনুষ্ঠিত হবে। ঢাকা পর্ব দিয়ে আসর শুরুর পর সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও সবশেষ ঢাকা পর্ব দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball