লড়াই চালিয়েও শেষ ওভারে হার পার্থের

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক অ্যাস্টন টার্নারের অনেক চেষ্টার পরেও সিডনি থাণ্ডারকে হারাতে পারেনি পার্থ স্কর্চার্স। সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে মাত্র এক রানের ব্যবধানে হেরেছে তাঁরা।
শেষ ওভারে জয়ের জন্য পার্থের লাগতো ২০ রান। দুটো চার আর চারটি ডাবলসের সহযোগিতায় টার্নার সেই ওভারে নিয়েছেন ১৮ রান। বাকী দুইটি রান 'অতিরিক্ত' আসে ড্যানিয়েল স্যামসের সেই ওভারে।
১৪৩ রানের লক্ষ্য তাড়ায় পার্থ থেমেছে পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রানে। তাঁর ৩৬ বলে ৬০ রানের ইনিংসটিও জেতাতে পারেনি দলকে। ২১ বলে অপরাজিত ২৩ রান করে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন উইলিয়াম বসিস্টো।

দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান আসে মাইকেল ক্লিনগারের (২০) ব্যাট থেকে। ২৩ বল খেলে ১৯ রান করেন ক্যামেরন বেনক্রফট। এর আগে জশ বাটলার আর কালাম ফার্গুসনের দৃঢ়তায় ছয় উইকেটে ১৪২ রানে থামে সিডনি থাণ্ডার।
টসে জিতে ব্যাটিংয়ে নামা দলটি শুরুতে অধিনায়ক শেন ওয়াটসনের (৪) উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন বাটলার ফার্গুসন জুটি।
৫৪ বলে ৫৫ রান করেন বাটলার। ৩০ বল খেলা ফার্গুসনের ব্যাট থেকে আসে ৪২ রান। শেষদিকে ৯ বলে ১৮* রান করেন ক্রিস গ্রিন। পার্থের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যাস্টন অ্যাগার।
সংক্ষিপ্ত স্কোরঃ-
সিডনি থাণ্ডারঃ- ১৪২/৬ (২০ ওভার)
(বাটলার ৫৫, ফার্গুসন ৪২; অ্যাগার ২/২৭)
পার্থ স্কর্চার্সঃ- ১৪১/৫ (২০ ওভার)
(টার্নার ৬০*; ফাওয়াদ ২/২২)