দেশের সেরা পারফর্মার হওয়ার লক্ষ্য নাফিসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্মেন্স করে যাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। তবে জাতীয় দলে বেশ অনেকদিন ধরেই ব্রাত্য এই ক্রিকেটার। বিপিএলের এবারের আসরে তিনি খেলছেন রাজশাহী কিংসের হয়ে।
নতুন বছরে নিজের লক্ষ্য হিসেবে দেশের সেরা পারফর্মারদের মধ্যে থাকার পরিকল্পনা করেছেন তিনি। এছাড়া, বিপিএলে পারফর্মেন্স করে জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নাফিস।

'নতুন বছরে আমার চেষ্টা থাকবে প্রতিটি দলের জন্য সেরা পারফর্মার হওয়া এবং সর্বোপরি বাংলাদেশের সেরা পারফর্মারদের মধ্যে থাকা। আমি একটা জিনিস সবসময় অনুসরণ করার বা মেনে চলার চেষ্টা করি, আমি যে দলের পক্ষে খেলি সেই দলের পক্ষেই খেলার চেষ্টা করি। অন্য কোনও চিন্তা বা বিপিএলের মাধ্যমে জাতীয় দলে খেলা- ঐ ধরণের পরিকল্পনা বা ভিশন আমার মধ্যে নেই, তবে চেষ্টা করবো সবসময় ভালো পারফর্মেন্স করতে।'
তবে, জাতীয় দলে ফেরার চিন্তা বাদ দিচ্ছেন না তিনি। নাফিস বিশ্বাস করেন জাতীয় দলে ডাক পাওয়ার প্রথম শর্তই হলো পারফর্মেন্স। তাই নিয়মিত পারফর্মেন্স করে যেতে চান তিনি। বাংলাদেশ দলের কথা চিন্তা করেই তিনি নিজেকে প্রস্তুত রাখছেন।
'একজন ক্রিকেটার সিলেকশনের প্রথম শর্তই হলো তাঁর পারফর্মেন্স। আমি যদি নিয়মিত পারফর্ম করি এবং ভবিষ্যতে যদি বাংলাদেশ দলের প্রয়োজন হয় কিংবা আমার সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি যেন প্রস্তুত থাকতে পারি সেটাই চেষ্টা থাকবে।'
ব্যক্তিগত লক্ষ্য হিসেবে তিনি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার পরিকল্পনা করেছেন। সেই অনুযায়ীয় খেলে যেতে চান এক সময়ের এই তারকা ক্রিকেটার।
'ব্যক্তিগত লক্ষ্য বলতে যে পজিশন কিংবা পরিস্থিতিতে খেলি না কেন সেই পরিস্থিতি থেকে দলের স্কোরবোর্ডে জয়ের জন্য যতটুকু প্রয়োজন...সেটি কখনো ৩০ বলে ৪০ রান প্রয়োজন হতে পারে।কোনো সময় ৩০ বলে ৭০ রান প্রয়োজন হতে পারে, সেই অনুযায়ীই খেলার চেষ্টা করবো।'