promotional_ad

জয় দিয়ে বছর শেষ করল অ্যাডিলেড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিডনি থান্ডার্সকে পরাজিত করে বিগ ব্যাশের এবারের আসরে দ্বিতীয় জয় নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্স। টানা দুই ম্যাচ পরাজয়ের পর অ্যাডিলেড ওভালে ঘরের মাঠে ওয়াটসন-বাটলারদের বিপক্ষে ২০ রানে জয়ী হয়েছে রশিদ-ইনগ্রামরা। জয় দিয়ে বছর শেষ করল দলটি।


পিটার সিডল, রশিদ খান, মাইকেল নেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৬ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেননি শেন ওয়াটসন, জস বাটলার, জো রুটের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৫৫ রানে থামতে হয়েছে সিডনি থান্ডার্সকে।


লক্ষ্য তাড়ায় শুরুটা মোটামুটি ভালোই করেছিল থান্ডার্স। ওয়াটসন-বাটলারের ওপেনিং জুটিতে ৩৯ রান এসেছিল তাদের। নেসারের বলে ১৭ বলে ২৩ রান করা বাটলারের বিদায়ের পর তিনে নামেন কলাম ফার্গুসন। ২৫ বলে ২৮ রান করে আরেক ওপেনার ওয়াটসনকে সাজঘরে পাঠান সিডল।


দলের হাল ধরেন ফার্গুসন এবং রুট। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি রুট। ১১ বলে ১৮ রান করে ফিরে যান তিনি। তাঁকেও ফিরিয়েছেন অজি পেসার সিডল। একে একে সাজঘরের পথ ধরেন আরও দুই ব্যাটসম্যান। একাই লড়াই করে যান ফার্গুসন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৪৭ রান করে বিদায় নেন তিনিও। ১৫৫ রানে থেমে যায় থান্ডার্সের ইনিংস। পরাজিত হতে হয় ২০ রানে। দুর্দান্ত বোলিং করে ২০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন সিডল, হয়েছেন ম্যাচ সেরা।



promotional_ad

টস জিতে ইনিংসের শুরুটা ভালো হয়েছিল স্ট্রাইকার্সেরও। ২.৫ ওভারের ওপেনিং জুটিতে ৩৩ রান পেয়েছিল তারা। অ্যালেক্স কেরি এবং জ্যাক ওয়েদারল্ড শুরু থেকেই ব্যাট চালিয়েছে। তবে ৫ বলে ১১ রান করা ওপেনার ওয়েদারল্ড জোনাথন কুকের বলে সাজঘরে ফিরে যান।


কিন্তু তিনে নামা দলের অধিনায়ক কলিন ইনগ্রামের সাথে ৭৫ রানের জুটি গড়েন ওপেনার কেরি। ৪০ বলে ৫৯ রান করে ড্যানিয়েল স্যামসের বলে আউট হন কেরি। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে ৪৩ বলে ৭৫ রানের ইনিংস খেলে আউট হন ইনগ্রাম।


শেষের দিকে ২২ বলে ১৫ রান করে দলের খাতায় কিছু রান যোগ করেন ম্যাথু শর্ট। নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রানে থামে অ্যাডিলেডের ইনিংস। থান্ডার্সের হয়ে ২৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন স্যামস।


সংক্ষিপ্ত স্কোর


অ্যাডিলেড স্ট্রাইকার্সঃ ১৭৫/৪ (২০ ওভার)



(ইনগ্রাম ৭৫, কেরি ৫৯; স্যামস ২/২৪)


সিডনি থান্ডার্সঃ ১৫৫/৬ (২০ ওভার)


(ফার্গুসন ৪৭, ওয়াটসন ২৮; সিডল ৩/২০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball